ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
কক্সবাজারের প্রাণ বাঁকখালী নদীকে দখলমুক্ত করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চলছে ব্যাপক উচ্ছেদ অভিযান। গতকাল সোমবার সকাল থেকে শুরু হওয়া প্রথম দিনের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর প্রায় ৫ একর জায়গা উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার(০২ সেপ্টেম্বর ২০২৫) দ্বিতীয় দিনের মতো অভিযান অব্যাহত রয়েছে। যদিও সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে, তবে অভিযোগ উঠেছে তথাকথিত কিছু দখলবাজ প্রশাসনের এ অভিযানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ এর সহকারী পরিচালক মো. খায়রুজ্জামান ও কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদ। তাদের সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, নৌপুলিশ ও পৌরসভার কর্মকর্তারা। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যদেরও মোতায়েন করা হয়।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
কক্সবাজারের প্রাণ বাঁকখালী নদীকে দখলমুক্ত করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চলছে ব্যাপক উচ্ছেদ অভিযান। গতকাল সোমবার সকাল থেকে শুরু হওয়া প্রথম দিনের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর প্রায় ৫ একর জায়গা উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার(০২ সেপ্টেম্বর ২০২৫) দ্বিতীয় দিনের মতো অভিযান অব্যাহত রয়েছে। যদিও সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে, তবে অভিযোগ উঠেছে তথাকথিত কিছু দখলবাজ প্রশাসনের এ অভিযানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ এর সহকারী পরিচালক মো. খায়রুজ্জামান ও কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদ। তাদের সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, নৌপুলিশ ও পৌরসভার কর্মকর্তারা। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যদেরও মোতায়েন করা হয়।