ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীতে রবিবার দিবাগত রাতভর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। পরে সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নেতাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তলনের দায়ে একজনকে ৬ মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার ঘোঁষগাও নেতাই নদীর তীরবর্তী কামাক্ষা মন্দির সংলগ্ন স্থানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় অবৈধভাবে বালু উত্তলনের দায়ে নোয়াপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে মানিক মিয়াকে ৬ মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। টাকা অনাদায়ে আরও এক মাসের জেল প্রদান করা হয়। এছাড়াও ভ্যান গাড়ি দিয়ে বালু পরিহনের দায়ে ৮ জন চালককে ২ শত টাকা করে জরিমানা আদায় এবং মুছলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি) ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫
ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীতে রবিবার দিবাগত রাতভর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। পরে সোমবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নেতাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তলনের দায়ে একজনকে ৬ মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার ঘোঁষগাও নেতাই নদীর তীরবর্তী কামাক্ষা মন্দির সংলগ্ন স্থানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় অবৈধভাবে বালু উত্তলনের দায়ে নোয়াপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে মানিক মিয়াকে ৬ মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। টাকা অনাদায়ে আরও এক মাসের জেল প্রদান করা হয়। এছাড়াও ভ্যান গাড়ি দিয়ে বালু পরিহনের দায়ে ৮ জন চালককে ২ শত টাকা করে জরিমানা আদায় এবং মুছলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি) ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা।