ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
কক্সবাজারের মহেশখালী জেটিঘাট থেকে দু’টি একনলা বন্দুকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে থানার ওসি মঞ্জুরুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় এএসআই নাছির ও কনস্টেবল তানভীর, মজিদ, মিল্টন ও কুলসুমা আক্তার অংশ নেন।
আটকরা হলেন কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার মো. হোসেন ওরফে ছৈয়দ হোসেনের ছেলে সাইফুল ইসলাম, শহরের আলির জাহালস্থ এসএমপাড়ার বাসিন্দা মৃত আব্দুল হালিমের স্ত্রী গোলবার খাতুন ও একই এলাকার সোলতান আহমদ’র স্ত্রী দিলবার বেগম।
মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তারা কালালিয়াকাটা এলাকা থেকে অস্ত্র কিনে কক্সবাজারে পাচার করছিলেন। তাদের বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হচ্ছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
কক্সবাজারের মহেশখালী জেটিঘাট থেকে দু’টি একনলা বন্দুকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে থানার ওসি মঞ্জুরুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় এএসআই নাছির ও কনস্টেবল তানভীর, মজিদ, মিল্টন ও কুলসুমা আক্তার অংশ নেন।
আটকরা হলেন কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার মো. হোসেন ওরফে ছৈয়দ হোসেনের ছেলে সাইফুল ইসলাম, শহরের আলির জাহালস্থ এসএমপাড়ার বাসিন্দা মৃত আব্দুল হালিমের স্ত্রী গোলবার খাতুন ও একই এলাকার সোলতান আহমদ’র স্ত্রী দিলবার বেগম।
মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তারা কালালিয়াকাটা এলাকা থেকে অস্ত্র কিনে কক্সবাজারে পাচার করছিলেন। তাদের বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হচ্ছে।