মোহনগঞ্জ (নেত্রকোনা) : আমন খেত পরিচর্যায় কৃষক -সংবাদ
কিছুদিন আগে থেকে শুরু হয়েছে আমন রোপণ। দেখতে দেখতে চারাগুলো সবুজ বর্ণ ধারণ করেছে। অবশ্য উপজেলার কিছু কিছু এলাকায় এখনো আমনের চারা রোপণ করা হচ্ছে। এ প্রসঙ্গে কৃষক মঞ্জুরুল হক বলেন, যেহেতু উপজেলার অনেক এলাকা হাওর বেষ্টিত তাই নামা (নিচু) এলাকায় পানি সরে যাচ্ছে সেসব এলাকায় কৃষক এখনো চারা লাগাচ্ছেন। পুরো ভাদ্র গড়িয়ে আশ্বিন মাসেও লামা এলাকায় আমনের চারা লাগানো হয়ে থাকে। টান (উঁচু) এলাকার জমিতে রোয়া (ধানের চারা) ক্রমেই সবুজ হচ্ছে। ধানের গোছা জমছে। এসব এলাকায় এখন বাছার (নিড়ানি) দেয়ার কাজ চলছে বলে তিনি জানান। সরেজমিনে গিয়ে দেখা যায়, চতুর্দিকে শুধুই সবুজের সমারোহ। মাঠ জুড়ে সবুজের বিছানা। জনৈক কৃষক বলেন, ধানের রুখ (লক্ষণ) ভালাই। আল্লায় দিলে ফসিল ভালাই অইব মন অয়। কোন বান ফাহালে (প্রাকৃতিক দুর্যোগ) না অইলে ভালা ধানই ঘরে তুলতে পারবাম।
মোহনগঞ্জ (নেত্রকোনা) : আমন খেত পরিচর্যায় কৃষক -সংবাদ
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
কিছুদিন আগে থেকে শুরু হয়েছে আমন রোপণ। দেখতে দেখতে চারাগুলো সবুজ বর্ণ ধারণ করেছে। অবশ্য উপজেলার কিছু কিছু এলাকায় এখনো আমনের চারা রোপণ করা হচ্ছে। এ প্রসঙ্গে কৃষক মঞ্জুরুল হক বলেন, যেহেতু উপজেলার অনেক এলাকা হাওর বেষ্টিত তাই নামা (নিচু) এলাকায় পানি সরে যাচ্ছে সেসব এলাকায় কৃষক এখনো চারা লাগাচ্ছেন। পুরো ভাদ্র গড়িয়ে আশ্বিন মাসেও লামা এলাকায় আমনের চারা লাগানো হয়ে থাকে। টান (উঁচু) এলাকার জমিতে রোয়া (ধানের চারা) ক্রমেই সবুজ হচ্ছে। ধানের গোছা জমছে। এসব এলাকায় এখন বাছার (নিড়ানি) দেয়ার কাজ চলছে বলে তিনি জানান। সরেজমিনে গিয়ে দেখা যায়, চতুর্দিকে শুধুই সবুজের সমারোহ। মাঠ জুড়ে সবুজের বিছানা। জনৈক কৃষক বলেন, ধানের রুখ (লক্ষণ) ভালাই। আল্লায় দিলে ফসিল ভালাই অইব মন অয়। কোন বান ফাহালে (প্রাকৃতিক দুর্যোগ) না অইলে ভালা ধানই ঘরে তুলতে পারবাম।