বরগুনা : বেতাগীর টাউনব্রিজের পূর্বপাড় ডাকবাংলার সামনে জমে থাকা বৃষ্টির পানি -সংবাদ
বরগুনা জেলার বেতাগী পৌরসভার টাউনব্রিজের পূর্বপাড় ডাকবাংলার সামনে এবং বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে সামান্য বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ কারণে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও যানবাহন চালকরা পড়ছেন চরম ভোগান্তিতে।
সরেজমিনে দেখা গেছে, বেতাগী পৌরসভার টাউন ব্রিজের পূর্বপাড় সড়কের উত্তরপাশ সরকারি ডাকবাংলার দেওয়া রয়েছে। এছাড়া সড়কের দক্ষিণ পাশ দিয়ে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দেওয়া করা হয়েছে। বেতাগী পৌর শহরে প্রবেশের একমাত্র প্রধান সড়ক এটি। উভয় পাশ দিয়ে পৌরসভা থেকে পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা করা হয়নি। যার ফলে একটি বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পৌরসভা থেকে দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা কার্যকর না থাকায় অল্প বৃষ্টিতেই এই অঞ্চলে হাঁটু সমান পানি জমে যায়। এতে করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে বাজারের ক্রেতা-বিক্রেতাদের চলাফেরায় বিঘœ ঘটে। অনেক সময় পানি জমে রাস্তাঘাট কাঁদায় পরিণত হয়, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়।
ডাকবাংলার সামনে স্থানীয় চা বিক্রেতা শহীদ আলম বলেন, ডাকবাংলা এলাকার বাজার ঘেঁষা সড়কগুলোতে প্রতিনিয়ত পানি জমে থাকায় ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়ছে। ক্রেতারা অনেকেই এ ভোগান্তি এড়াতে বাজারে আসতে অনীহা প্রকাশ করছেন। এতে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
জলাবদ্ধতার ছবি করতে যেয়ে কয়েকজন পথচারীর সাথে কথা হয়। এসময় রিকশা চালক কবির হেসেন। বিমল পরামানিক ও মোশারেফ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, বারবার পৌরসভার কাছে অভিযোগ জানানো হলেও কর্তৃপক্ষের কোনো উদ্যোগ চোখে পড়ে না। বৃষ্টির মৌসুমে এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে।
বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী অর্ক মন্ডল, ধ্রুব ও দেবজিৎ জানায়, জলাবদ্ধতার কারণে সড়কজুড়ে রিকশা ও অটোরিকশার দখলে থাকে ছাত্রছাত্রীদের পথ চলতে সমস্যার সৃষ্টি হয়েছে।
বেতাগী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল হোসেন খানে বলেন, টাউনব্রিজের পূর্বপাড় এলাকাটি পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এখানে উপজেলা প্রশাসনিক ভবন, ডাকবাংলা ও বিভিন্ন দপ্তর অবস্থিত। অথচ এতো গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন বলেন, ড্রেন নির্মাণ ও সংস্কারের জন্য ইতোমধ্যেই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।
বরগুনা : বেতাগীর টাউনব্রিজের পূর্বপাড় ডাকবাংলার সামনে জমে থাকা বৃষ্টির পানি -সংবাদ
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
বরগুনা জেলার বেতাগী পৌরসভার টাউনব্রিজের পূর্বপাড় ডাকবাংলার সামনে এবং বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে সামান্য বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ কারণে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও যানবাহন চালকরা পড়ছেন চরম ভোগান্তিতে।
সরেজমিনে দেখা গেছে, বেতাগী পৌরসভার টাউন ব্রিজের পূর্বপাড় সড়কের উত্তরপাশ সরকারি ডাকবাংলার দেওয়া রয়েছে। এছাড়া সড়কের দক্ষিণ পাশ দিয়ে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দেওয়া করা হয়েছে। বেতাগী পৌর শহরে প্রবেশের একমাত্র প্রধান সড়ক এটি। উভয় পাশ দিয়ে পৌরসভা থেকে পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা করা হয়নি। যার ফলে একটি বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, পৌরসভা থেকে দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা কার্যকর না থাকায় অল্প বৃষ্টিতেই এই অঞ্চলে হাঁটু সমান পানি জমে যায়। এতে করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে বাজারের ক্রেতা-বিক্রেতাদের চলাফেরায় বিঘœ ঘটে। অনেক সময় পানি জমে রাস্তাঘাট কাঁদায় পরিণত হয়, ফলে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়।
ডাকবাংলার সামনে স্থানীয় চা বিক্রেতা শহীদ আলম বলেন, ডাকবাংলা এলাকার বাজার ঘেঁষা সড়কগুলোতে প্রতিনিয়ত পানি জমে থাকায় ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়ছে। ক্রেতারা অনেকেই এ ভোগান্তি এড়াতে বাজারে আসতে অনীহা প্রকাশ করছেন। এতে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।
জলাবদ্ধতার ছবি করতে যেয়ে কয়েকজন পথচারীর সাথে কথা হয়। এসময় রিকশা চালক কবির হেসেন। বিমল পরামানিক ও মোশারেফ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, বারবার পৌরসভার কাছে অভিযোগ জানানো হলেও কর্তৃপক্ষের কোনো উদ্যোগ চোখে পড়ে না। বৃষ্টির মৌসুমে এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে।
বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী অর্ক মন্ডল, ধ্রুব ও দেবজিৎ জানায়, জলাবদ্ধতার কারণে সড়কজুড়ে রিকশা ও অটোরিকশার দখলে থাকে ছাত্রছাত্রীদের পথ চলতে সমস্যার সৃষ্টি হয়েছে।
বেতাগী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল হোসেন খানে বলেন, টাউনব্রিজের পূর্বপাড় এলাকাটি পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। এখানে উপজেলা প্রশাসনিক ভবন, ডাকবাংলা ও বিভিন্ন দপ্তর অবস্থিত। অথচ এতো গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন বলেন, ড্রেন নির্মাণ ও সংস্কারের জন্য ইতোমধ্যেই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করা যাচ্ছে।