বটিয়াঘাটা (খুলনা) : অসময়ে তরমুজ ঝুলছে গাছে -সংবাদ
বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের রাজা খার বিল ও সুন্দর মহল এলাকার মাছের ঘেরের পাড়ে মাচায় অসময়ের তরমুজ চাষ করে সাড়া ফেলেছেন কয়েক জন তরমুজ চাষী। প্রায় ৭০০ বিঘা জমিতে এই তরমুজ চাষ করে লাভবান হছেন শতাধিক চাষী। বটিয়াঘাটা উপজেলার কৃষি অফিসার আবু বকর সিদ্দিক জানান, তিনি ও তার সহকারী কৃষি অফিসাররের কয়েকজনের প্রচেষ্টায় প্রথমে ২০ জন ঘের ব্যবসায়ী ঘেরের পাড়ে পরিত্যাক্ত জমিতে তরমুজের চারা রোপন করেন। চারা বড় হলে নেটের জাল দিয়ে মাচা তৈরী করেন। সেই সাথে সার, কীটনাশক ব্যবহার করায় অল্প দিনেই গাছে তরমুজ আসে। বর্তমানে এক একটা তরমুজ ৭/৮ কেজি ওজনের হয়েছে। যা ভালদামে বিক্রি হচ্ছে। এই ক,জনের দেখাদেখি আশপাশের ঘের ব্যবসায়ীরা তরমুজ চাষে এগিয়ে এসেছেন। শুধু সুরখালী ইউনিয়ন নয়, উপজেলার ৭ ইউনিয়নের ঘের ব্যবসায়ীরা তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছেন । এ ব্যাপারে ইউনিয়নের বুনরাবাদ গ্রামের জামাল শেখ, আফিজা খাতুন, ঠাকুরদাস সরদার, অহিদ মল্লিক, শেখ সাজ্জাত সহ অনেক তরমুজ চাষী জানান, এতদিন ধরে তারা জানতেন না ঘেরের পাড়ে মাচা করে এভাবে তরমুজ চাষ করা যায়। উপজেলা কৃষি অফিসাররা আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে সার, বীজ,কীটনাশক প্রয়োগ শিখিয়েছে তাই আজ লাভের মুখ দেখতে পারছি।
বটিয়াঘাটা (খুলনা) : অসময়ে তরমুজ ঝুলছে গাছে -সংবাদ
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের রাজা খার বিল ও সুন্দর মহল এলাকার মাছের ঘেরের পাড়ে মাচায় অসময়ের তরমুজ চাষ করে সাড়া ফেলেছেন কয়েক জন তরমুজ চাষী। প্রায় ৭০০ বিঘা জমিতে এই তরমুজ চাষ করে লাভবান হছেন শতাধিক চাষী। বটিয়াঘাটা উপজেলার কৃষি অফিসার আবু বকর সিদ্দিক জানান, তিনি ও তার সহকারী কৃষি অফিসাররের কয়েকজনের প্রচেষ্টায় প্রথমে ২০ জন ঘের ব্যবসায়ী ঘেরের পাড়ে পরিত্যাক্ত জমিতে তরমুজের চারা রোপন করেন। চারা বড় হলে নেটের জাল দিয়ে মাচা তৈরী করেন। সেই সাথে সার, কীটনাশক ব্যবহার করায় অল্প দিনেই গাছে তরমুজ আসে। বর্তমানে এক একটা তরমুজ ৭/৮ কেজি ওজনের হয়েছে। যা ভালদামে বিক্রি হচ্ছে। এই ক,জনের দেখাদেখি আশপাশের ঘের ব্যবসায়ীরা তরমুজ চাষে এগিয়ে এসেছেন। শুধু সুরখালী ইউনিয়ন নয়, উপজেলার ৭ ইউনিয়নের ঘের ব্যবসায়ীরা তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছেন । এ ব্যাপারে ইউনিয়নের বুনরাবাদ গ্রামের জামাল শেখ, আফিজা খাতুন, ঠাকুরদাস সরদার, অহিদ মল্লিক, শেখ সাজ্জাত সহ অনেক তরমুজ চাষী জানান, এতদিন ধরে তারা জানতেন না ঘেরের পাড়ে মাচা করে এভাবে তরমুজ চাষ করা যায়। উপজেলা কৃষি অফিসাররা আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে সার, বীজ,কীটনাশক প্রয়োগ শিখিয়েছে তাই আজ লাভের মুখ দেখতে পারছি।