ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
জয়পুরহাটে হত্যা মামলায় আ:লীগ নেতা শিক্ষক রহিম বরখাস্ত । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার দু’টি মামলায় কারাগারে থাকা জেলার আক্কেলপুর উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুর রহিমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোমিন স্বাক্ষরিত এক চিঠিতে আব্দুর রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্ত হওয়া শিক্ষক আব্দুর রহিম ওরফে স্বাধীন আক্কেলপুর পুরাতন বাজারের মৃত আছির উদ্দিনের ছেলে। তিনি আক্কেলপুর উপজেলা আ-লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, মো. আব্দুর রহিমের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা ও আরেকটি হত্যাচেষ্টার মামলা থাকায় গেল ২১ আগস্ট গ্রেপ্তার হওয়া শিক্ষক রহিম বর্তমানে কারাগারে রয়েছেন। এ ঘটনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটি গেল ২৬ আগস্ট এক সভায় সিদ্ধান্ত নিয়ে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন আব্দুর রহিম বিধি মোতাবেক খোরাকী পাবেন এবং প্রতিষ্ঠান প্রধানের নিবিড় তত্ত্বাবধানে থাকবেন।
আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোমিন বলেন, ম্যানেজিং কমিটির সিদ্ধাস্তে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন সকল দপ্তর এবং সংশ্লিষ্ট সকলকে পত্র প্রেরণ করা হয়েছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
জয়পুরহাটে হত্যা মামলায় আ:লীগ নেতা শিক্ষক রহিম বরখাস্ত । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার দু’টি মামলায় কারাগারে থাকা জেলার আক্কেলপুর উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুর রহিমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোমিন স্বাক্ষরিত এক চিঠিতে আব্দুর রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্ত হওয়া শিক্ষক আব্দুর রহিম ওরফে স্বাধীন আক্কেলপুর পুরাতন বাজারের মৃত আছির উদ্দিনের ছেলে। তিনি আক্কেলপুর উপজেলা আ-লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, মো. আব্দুর রহিমের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা ও আরেকটি হত্যাচেষ্টার মামলা থাকায় গেল ২১ আগস্ট গ্রেপ্তার হওয়া শিক্ষক রহিম বর্তমানে কারাগারে রয়েছেন। এ ঘটনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটি গেল ২৬ আগস্ট এক সভায় সিদ্ধান্ত নিয়ে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন আব্দুর রহিম বিধি মোতাবেক খোরাকী পাবেন এবং প্রতিষ্ঠান প্রধানের নিবিড় তত্ত্বাবধানে থাকবেন।
আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোমিন বলেন, ম্যানেজিং কমিটির সিদ্ধাস্তে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন সকল দপ্তর এবং সংশ্লিষ্ট সকলকে পত্র প্রেরণ করা হয়েছে।