ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
লক্ষ্মীপুর রায়পুরে এক কিশোরীকে ৭দিন ধরে একটি বাসা আটক করে ধর্ষণের ঘটনার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে অভিযুক্ত প্রধান আসামি জয় কুরি (২৫) লক্ষ্মীপুর জুমুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার,(০৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া। গত ২৫ আগস্ট সন্ধ্যায় বাসার সামনে থেকে মুখে রুমাল চেপে তাকে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় জয় কুরি ও তার সহযোগীরা। সেখানে সাতদিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়। পরবর্তীতে শনিবার সন্ধ্যায় রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা। স্থানীয় এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা বাসায় নিয়ে যান। গত শনিবার ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে অভিযুক্ত হিন্দু যুবক জয় কুরি তার অপর তিন সহযোগী নামে ধর্ষণ মামলা করা হয়। এর পরেই বিভিন্ন সংগঠন থেকে আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা আছেন রায়পুরবাসী।
থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মামলার আসামিকে গ্রেপ্তার করে সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
লক্ষ্মীপুর রায়পুরে এক কিশোরীকে ৭দিন ধরে একটি বাসা আটক করে ধর্ষণের ঘটনার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে অভিযুক্ত প্রধান আসামি জয় কুরি (২৫) লক্ষ্মীপুর জুমুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার,(০৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া। গত ২৫ আগস্ট সন্ধ্যায় বাসার সামনে থেকে মুখে রুমাল চেপে তাকে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় জয় কুরি ও তার সহযোগীরা। সেখানে সাতদিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়। পরবর্তীতে শনিবার সন্ধ্যায় রায়পুর শহরের মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে যায় তারা। স্থানীয় এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা বাসায় নিয়ে যান। গত শনিবার ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে অভিযুক্ত হিন্দু যুবক জয় কুরি তার অপর তিন সহযোগী নামে ধর্ষণ মামলা করা হয়। এর পরেই বিভিন্ন সংগঠন থেকে আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা আছেন রায়পুরবাসী।
থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মামলার আসামিকে গ্রেপ্তার করে সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।