ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে শিয়ালের মাংস বিক্রির অপরাধে ২ জনকে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত সোমবার রাত ১১ টার দিকে চৌমুহনী রেলগেইট এলাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে।
জানা যায়, নোয়াখালীর সহকারী বন সংরক্ষক এ কে এম আরিফুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদ পেয়ে বেগমগঞ্জ মডেল থানার পুলিশের সহযোগীতায় শিয়ালের মাংস বিক্রেতা মুকবুল আহাম্মদের পুত্র জসিম উদ্দিন (৪৫) ও বাচ্চু মিয়ার পুত্র সাইফুল ইসলামকে (৩০) শিয়ালের মাংসসহ গ্রেপ্তার করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমান তাদেরকে বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪ (স) ধারা মতে তাদেরকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করে। গ্রেপ্তারকৃত উভয়ের বাড়ি নোয়াখালী সদর উপজেলার মুরাদপুর ও খলিলপুর মির্জানগর এলাকায়। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় ৬৮ নং ও ৬৯ নং দুটি পৃথক মামলা দায়ের করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বলেন, বন বিভাগ পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এরপর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট তাদেরকে সাজা ও অর্থদন্ড প্রদান করেন। পরে ২ আসামির বিরুদ্ধে পৃথক মামলা করার পর তাদেরকে আদালাতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে শিয়ালের মাংস বিক্রির অপরাধে ২ জনকে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত সোমবার রাত ১১ টার দিকে চৌমুহনী রেলগেইট এলাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে।
জানা যায়, নোয়াখালীর সহকারী বন সংরক্ষক এ কে এম আরিফুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদ পেয়ে বেগমগঞ্জ মডেল থানার পুলিশের সহযোগীতায় শিয়ালের মাংস বিক্রেতা মুকবুল আহাম্মদের পুত্র জসিম উদ্দিন (৪৫) ও বাচ্চু মিয়ার পুত্র সাইফুল ইসলামকে (৩০) শিয়ালের মাংসসহ গ্রেপ্তার করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমান তাদেরকে বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪ (স) ধারা মতে তাদেরকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করে। গ্রেপ্তারকৃত উভয়ের বাড়ি নোয়াখালী সদর উপজেলার মুরাদপুর ও খলিলপুর মির্জানগর এলাকায়। এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানায় ৬৮ নং ও ৬৯ নং দুটি পৃথক মামলা দায়ের করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান বলেন, বন বিভাগ পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এরপর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট তাদেরকে সাজা ও অর্থদন্ড প্রদান করেন। পরে ২ আসামির বিরুদ্ধে পৃথক মামলা করার পর তাদেরকে আদালাতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।