রাজধানীর কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ -সংবাদ
বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর কুড়িল এলাকায় সড়ক অবরোধ করা পোশাক শ্রমিকরা চার ঘণ্টা পর সরে গেছেন।বুধবার,(০৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টার পর পাওনাদি পাওয়ার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন বলে পুলিশ জানিয়েছে। ইউরোজোন নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বেলা ১২টার দিকে রাস্তায় নামেন। তারা বাড্ডা-কুড়িল বিশ্বরোডে অবস্থান নিলে দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে ফ্লাইওভারেও। গরম আর যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বিকেলে ভাটারা থানার ওসি রাকিবুল হাসান বলেন, ‘দীর্ঘ আলোচনার পর তারা (শ্রমিকরা) আশ্বাস পেয়ে বিকেল ৪টার পর রাস্তা ছেড়ে চলে যান।’ মালিক পক্ষ ছাড়াও বিজিএমইএসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বেতন ভাতা পূরণের ব্যাপারে শ্রমিকদের আশ্বস্ত করা হয় বলে জানান তিনি।
পুলিশ জানান, বুধবার বেলা ১২টার দিকে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। ফলে বাড্ডা-কুড়িল সড়ক থেকে শুরু করে বিমানবন্দর সড়কেও যানজট ছড়িয়ে পড়ে। ভাদ্রের গরমে যানজটে আটকে থেকে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। বেলা ৩টার দিকে কুড়িলের একটি মোটর পার্টস দোকানের কর্মী তৌফিকুর রহমান বলেন, ‘এখনও রাস্তা আটকে আছে শ্রমিকেরা। পুলিশ কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলছেন।’ তিনি জানান, বেলা ১২টা থেকেই শ্রমিকেরা রাস্তায় নামতে শুরু করে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে অনেকে হেঁটে গন্তব্যের পথ ধরেন। স্কুল ছুটির পর শিশুদের নিয়ে বিপাকে পড়েন তাদের অভিভাবকেরা।
পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার সোহেল রানা বলছেন, ‘বেলা ১২টার আগ থেকেই বাড্ডা-কুড়িল সড়কটির ইনকামিং ও আউটগোয়িং উভয় লেনই বন্ধ করে বিক্ষোভ শুরু করে ইউরোজোন নামে একটি কারখানার শ্রমিকেরা। যার ফলে রাস্তাটি বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে ফ্লাইওভারের ওপরেও।’ ফেইসবুকের ট্রাফিক এলার্ট গ্রুপে হৃদয় মৃধা নামে একজন লিখেছেন, ‘যারা এয়ারপোর্টে যেতে চান তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করুন। এয়ারপোর্ট রোডে প্রচুর জ্যাম।’
পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের ফেইসবুক পেইজে নাগরিকদের বিকল্প পথ বাতলে দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘ইউরোজোন ফ্যাশন গার্মেন্টস এর প্রায় ৫০০ কর্মীরা বেতন ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং এ রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলশ্রুতিতে কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না। ঘটনাস্থলে থানার অফিসার-ফোর্স নিয়োজিত রয়েছে।’
নাগরিকদের বিকল্প পথ বাতলে দিয়ে পেইজটিতে বলা হয়েছে, খিলখেত থেকে ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে মহাখালী বনানীর দিকে যাওয়া যাবে। রামপুরার দিক থেকে কুড়িলের দিকের যানবাহন বাড্ডা লিংক রোড হয়ে গুলশান ১ ও গুলশান ২ হয়ে উত্তরার দিকে যেতে পারবে। রামপুরার দিক হতে এসে নতুন বাজার হয়ে গুলশান ২ দিয়ে উত্তরের দিকে যাওয়া যাবে। আর যারা রামপুরার দিকে যাবেন তারা ওপরের ‘ভাইস ভার্সা রুটে’ কুরাতলী হয়ে মহাখালী রুটে কাকলী হয়ে অথবা আমতলী হয়ে অথবা তেজগাঁও হয়ে গন্তব্যে যেতে পারবেন।
রাজধানীর কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ -সংবাদ
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর কুড়িল এলাকায় সড়ক অবরোধ করা পোশাক শ্রমিকরা চার ঘণ্টা পর সরে গেছেন।বুধবার,(০৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টার পর পাওনাদি পাওয়ার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন বলে পুলিশ জানিয়েছে। ইউরোজোন নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বেলা ১২টার দিকে রাস্তায় নামেন। তারা বাড্ডা-কুড়িল বিশ্বরোডে অবস্থান নিলে দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে ফ্লাইওভারেও। গরম আর যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বিকেলে ভাটারা থানার ওসি রাকিবুল হাসান বলেন, ‘দীর্ঘ আলোচনার পর তারা (শ্রমিকরা) আশ্বাস পেয়ে বিকেল ৪টার পর রাস্তা ছেড়ে চলে যান।’ মালিক পক্ষ ছাড়াও বিজিএমইএসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বেতন ভাতা পূরণের ব্যাপারে শ্রমিকদের আশ্বস্ত করা হয় বলে জানান তিনি।
পুলিশ জানান, বুধবার বেলা ১২টার দিকে শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। ফলে বাড্ডা-কুড়িল সড়ক থেকে শুরু করে বিমানবন্দর সড়কেও যানজট ছড়িয়ে পড়ে। ভাদ্রের গরমে যানজটে আটকে থেকে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। বেলা ৩টার দিকে কুড়িলের একটি মোটর পার্টস দোকানের কর্মী তৌফিকুর রহমান বলেন, ‘এখনও রাস্তা আটকে আছে শ্রমিকেরা। পুলিশ কর্মকর্তারা তাদের সঙ্গে কথা বলছেন।’ তিনি জানান, বেলা ১২টা থেকেই শ্রমিকেরা রাস্তায় নামতে শুরু করে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে অনেকে হেঁটে গন্তব্যের পথ ধরেন। স্কুল ছুটির পর শিশুদের নিয়ে বিপাকে পড়েন তাদের অভিভাবকেরা।
পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার সোহেল রানা বলছেন, ‘বেলা ১২টার আগ থেকেই বাড্ডা-কুড়িল সড়কটির ইনকামিং ও আউটগোয়িং উভয় লেনই বন্ধ করে বিক্ষোভ শুরু করে ইউরোজোন নামে একটি কারখানার শ্রমিকেরা। যার ফলে রাস্তাটি বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে ফ্লাইওভারের ওপরেও।’ ফেইসবুকের ট্রাফিক এলার্ট গ্রুপে হৃদয় মৃধা নামে একজন লিখেছেন, ‘যারা এয়ারপোর্টে যেতে চান তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করুন। এয়ারপোর্ট রোডে প্রচুর জ্যাম।’
পুলিশের গুলশান ট্রাফিক বিভাগের ফেইসবুক পেইজে নাগরিকদের বিকল্প পথ বাতলে দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘ইউরোজোন ফ্যাশন গার্মেন্টস এর প্রায় ৫০০ কর্মীরা বেতন ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং এ রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলশ্রুতিতে কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না। ঘটনাস্থলে থানার অফিসার-ফোর্স নিয়োজিত রয়েছে।’
নাগরিকদের বিকল্প পথ বাতলে দিয়ে পেইজটিতে বলা হয়েছে, খিলখেত থেকে ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে মহাখালী বনানীর দিকে যাওয়া যাবে। রামপুরার দিক থেকে কুড়িলের দিকের যানবাহন বাড্ডা লিংক রোড হয়ে গুলশান ১ ও গুলশান ২ হয়ে উত্তরার দিকে যেতে পারবে। রামপুরার দিক হতে এসে নতুন বাজার হয়ে গুলশান ২ দিয়ে উত্তরের দিকে যাওয়া যাবে। আর যারা রামপুরার দিকে যাবেন তারা ওপরের ‘ভাইস ভার্সা রুটে’ কুরাতলী হয়ে মহাখালী রুটে কাকলী হয়ে অথবা আমতলী হয়ে অথবা তেজগাঁও হয়ে গন্তব্যে যেতে পারবেন।