ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় গত মঙ্গলবার রাতে আগুনে ৩টি বাড়ি পুড়ে গেছে। ৩টি পরিবারের ৭টি ঘর ভস্মিভুত হয়। এতে পরিবার ৩টি’র ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ফায়ার সার্ভিস জানায়, সাবগ্রামের চকঝুপু গ্রামে পাশাপাশি ৩টি বাড়িতে আগুন লাগে। এক বাড়িতে রাইস কুকারে রান্না করার সময় ইলেকট্রিক শর্ট শার্কিটে আগুনের সুত্রপাত হয়। পরে তা অন্য বাড়ি গুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে প্রায় ১ ঘন্টায় আগুন নেভাতে সক্ষম হন। ফায়ার সার্ভিস বগুড়া স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানিয়েছেন, ইলেকট্রিক শর্টসাকিট থেকে আগুন লেগেছিলো। রাইসকুকার থেকে আগুন লাগার বিষয়টি স্থানীদের নিকট থেকে তারা শুনেছেন। ৩টি বাড়ির একাধিক কক্ষ পুড়ে যায়। বাড়িগুলো টিনশেডের। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় গত মঙ্গলবার রাতে আগুনে ৩টি বাড়ি পুড়ে গেছে। ৩টি পরিবারের ৭টি ঘর ভস্মিভুত হয়। এতে পরিবার ৩টি’র ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ফায়ার সার্ভিস জানায়, সাবগ্রামের চকঝুপু গ্রামে পাশাপাশি ৩টি বাড়িতে আগুন লাগে। এক বাড়িতে রাইস কুকারে রান্না করার সময় ইলেকট্রিক শর্ট শার্কিটে আগুনের সুত্রপাত হয়। পরে তা অন্য বাড়ি গুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে প্রায় ১ ঘন্টায় আগুন নেভাতে সক্ষম হন। ফায়ার সার্ভিস বগুড়া স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানিয়েছেন, ইলেকট্রিক শর্টসাকিট থেকে আগুন লেগেছিলো। রাইসকুকার থেকে আগুন লাগার বিষয়টি স্থানীদের নিকট থেকে তারা শুনেছেন। ৩টি বাড়ির একাধিক কক্ষ পুড়ে যায়। বাড়িগুলো টিনশেডের। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।