ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
চট্টগ্রামের মীরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে জোরারগঞ্জ থানার বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হান্নান আল মামুনের নেতৃত্বে একটি টহল দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের মঈন উদ্দিন পেট্রোল পাম্পের পেছনে অভিযান চালায়। এ সময় ডাকাত দলের তিনজনকে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ আটক করা হয়। তবে দলটির আরও আট থেকে দশজন সদস্য অন্ধকারে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- মো. ইকবাল হোসেন ওরফে হাসান (৩৫), যিনি ১৮টি মামলার আসামি এবং তার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শরীফুল ইসলাম সম্রাট (২৫), তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে, পাশাপাশি ৩টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং মো. রিফাত (২৫)।
অভিযানে পুলিশ একটি স্টিলের চাপাতি, ধারালো ছোরা, চাইনিজ কুড়াল, রামদা, লোহার সাবল, এসএস পাইপ ও কাটারসহ ১৫টির বেশি দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রামের মীরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে জোরারগঞ্জ থানার বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হান্নান আল মামুনের নেতৃত্বে একটি টহল দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের মঈন উদ্দিন পেট্রোল পাম্পের পেছনে অভিযান চালায়। এ সময় ডাকাত দলের তিনজনকে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ আটক করা হয়। তবে দলটির আরও আট থেকে দশজন সদস্য অন্ধকারে পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- মো. ইকবাল হোসেন ওরফে হাসান (৩৫), যিনি ১৮টি মামলার আসামি এবং তার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শরীফুল ইসলাম সম্রাট (২৫), তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে, পাশাপাশি ৩টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং মো. রিফাত (২৫)।
অভিযানে পুলিশ একটি স্টিলের চাপাতি, ধারালো ছোরা, চাইনিজ কুড়াল, রামদা, লোহার সাবল, এসএস পাইপ ও কাটারসহ ১৫টির বেশি দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছে।