ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নীলফামারীতে আন্দোলনরত শ্রমিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন অনুষ্ঠিত। গতকাল বুধবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নীলফামারী জেলা ছাত্র কল্যাণ সমিতির (বেরোবির) আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নীলফামারীতে যে আইনশৃঙ্খলা বাহিনীর হত্যাযজ্ঞ তা অত্যন্ত নিন্দনীয়। শ্রমিকদের মাঝে যে বৈষম্য আছে তা দূরীকরণে অন্তবর্তী সরকার যথাযথ পদক্ষেপ নিবেন বলে আমরা আশা করছি।
শিক্ষার্থী খোকন ইসলাম বলেন, “আসিফ মাহমুদের খাওয়া নিয়ে হেডলাইন হয়, টক শো হয়। কিন্তু রাষ্ট্রের একজন নাগরিক মারা গেছে সেটা নিয়ে কিছুই হচ্ছে না। তাহলে শ্রমিকের অধিকার সুনিশ্চিত হবে কিভাবে। শিক্ষার্থী রুবায়েত ইসলাম বলেন,”বাংলাদেশের শ্রমিকদের অধিকার এখনো পরিপূর্ণ না। আমাদের দেশে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটেছে, তবুও সরকার ও মালিকপক্ষ শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে পারেনি। সানোয়ার ইসলাম বলেন,অন্তবর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন শ্রমিকদের যৌক্তিক আন্দোলনে গুলি ছুড়লেন কেন? আপনারা তাদের সাথে যৌক্তিক আলাপের মাধ্যমে সমাধান আসতে পারতেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
নীলফামারীতে আন্দোলনরত শ্রমিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন অনুষ্ঠিত। গতকাল বুধবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নীলফামারী জেলা ছাত্র কল্যাণ সমিতির (বেরোবির) আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নীলফামারীতে যে আইনশৃঙ্খলা বাহিনীর হত্যাযজ্ঞ তা অত্যন্ত নিন্দনীয়। শ্রমিকদের মাঝে যে বৈষম্য আছে তা দূরীকরণে অন্তবর্তী সরকার যথাযথ পদক্ষেপ নিবেন বলে আমরা আশা করছি।
শিক্ষার্থী খোকন ইসলাম বলেন, “আসিফ মাহমুদের খাওয়া নিয়ে হেডলাইন হয়, টক শো হয়। কিন্তু রাষ্ট্রের একজন নাগরিক মারা গেছে সেটা নিয়ে কিছুই হচ্ছে না। তাহলে শ্রমিকের অধিকার সুনিশ্চিত হবে কিভাবে। শিক্ষার্থী রুবায়েত ইসলাম বলেন,”বাংলাদেশের শ্রমিকদের অধিকার এখনো পরিপূর্ণ না। আমাদের দেশে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটেছে, তবুও সরকার ও মালিকপক্ষ শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে পারেনি। সানোয়ার ইসলাম বলেন,অন্তবর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন শ্রমিকদের যৌক্তিক আন্দোলনে গুলি ছুড়লেন কেন? আপনারা তাদের সাথে যৌক্তিক আলাপের মাধ্যমে সমাধান আসতে পারতেন।