alt

news » bangladesh

আসিয়ান জোট রোহিঙ্গা সংকটের মূল কারণকে উপেক্ষা করেছে: এপিএইচআর

সংবাদ অনলাইন রিপোর্ট : বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

বৃহস্পতিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে সংগ্রহ করা তথ্য-উপাত্ত তুলে ধরেন এপিএইচআর প্রতিনিধিদল -সংবাদ

রোহিঙ্গা শরণার্থী শিবিরে মানবিক সংকটের বিষয়টি তুলে ধরে আসিয়ান জোটকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)। আসিয়ানের মানবাধিকার বিষয়ক সংস্থাটি বলছে, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশ ও আসিয়ানভুক্ত দেশগুলোকে এগিয়ে আসতে হবে। তারা বলেছে, আসিয়ান রোহিঙ্গা সংকটের মূল কারণকে উপেক্ষা করেছে। এটি ইতোমধ্যে একটি সংকটজনক পর্যায়ে রয়েছে।

বৃহস্পতিবার,(০৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে রাজধানী ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলন এ আহ্বান জানায় এপিএইচআর। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে সংগ্রহ করা তথ্য-উপাত্তের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এপিএইচআর জানায়, ১-৩ সেপ্টেম্বর মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ফিলিপাইনের বর্তমান ও সাবেক আইনপ্রণেতাদের নিয়ে গঠিত এপিএইচআর প্রতিনিধিদল কক্সবাজার সফর করে। এ সফরের উদ্দেশ্য ছিল রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মুখোমুখি হওয়া এবং ক্রমবর্ধমান মানবিক ও মানবাধিকার সংকট মূল্যায়ন করা।

সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সংকট ও নানা দিক তুলে ধরা হয়। রোহিঙ্গা সংকট কোনো বিচ্ছিন্ন সমস্যা নয় জানিয়ে বিষয়টি আসিয়ানের পরবর্তী সভায় তুলে ধরা বলে জানায় আসিয়ান জোটের মানবাধিকার সংস্থাটি।

রোহিঙ্গা সংকট আসিয়ানসংশ্লিষ্ট বিষয় উল্লেখ করে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, দ্রুতই রোহিঙ্গা সংকট উত্তরণ না হলে মানব পাচার, অস্ত্র ও মাদক চোরাচালান এবং শরণার্থীদের অব্যাহত আগমনের কারণে আসিয়ান অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এ সময় বিভিন্ন দেশ রোহিঙ্গাদের জন্য অর্থসহায়তা কমিয়ে দেয়ায় আসন্ন খাদ্যসংকট সমাধানে দ্রুত আসিয়ানকে একটি মানবিক তহবিল গঠনের অনুরোধ জানায় এপিএইচআর।

সংস্থাটি বলছে, আসিয়ান রোহিঙ্গা সংকটের মূল কারণকে উপেক্ষা করেছে। এটি ইতোমধ্যে একটি সংকটজনক পর্যায়ে রয়েছে। প্রকৃতপক্ষে, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে, ২০২৫ সালের নভেম্বরের পর খাদ্য রেশন ফুরিয়ে যাবে, যদি না প্রতি মাসে ১৭ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল নিশ্চিত করা হয়।

এছাড়া এপিএইচআর রোহিঙ্গা সমস্যা নিয়ে একটি আসিয়ান প্ল্যাটফর্ম তৈরির আহ্বান জানিয়েছে। সংস্থাটি আসিয়ানকে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে রোহিঙ্গা শিশু ও যুবকদের জন্য স্বীকৃত শিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে।

ফিলিপাইনের সরকার রোহিঙ্গা শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং উচ্চশিক্ষার সুযোগ দেয়ায় সেই সরকারকে ধন্যবাদ জানিয়েছে এপিএইচআর। অন্যান্য আসিয়ান সদস্য রাষ্ট্র এটি অনুসরণ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সংবাদ সম্মেলনে এপিএইচআরের সহ-সভাপতি ও মালয়েশিয়ার সাবেক

সংসদ সদস্য চার্লস সান্তিয়াগো বলেন, রোহিঙ্গা সংকটের আট বছর পেরিয়ে গেলেও আসিয়ান এখনও এটিকে নিজেদের সমস্যা হিসেবে দেখছে না। এপিএইচআর প্রথম ২০১৮ সালে এ বিষয় তুলে ধরেছিল এবং আজ আবারও একটি আসিয়ান মানবিক তহবিল গঠনের জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি।

রোহিঙ্গা সমস্যাকে শুধু বাংলাদেশের নয়, আসিয়ানেরও সমস্যা বলে উল্লেখ করেন চার্লস সান্তিয়াগো বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়াই হতে পারে একমাত্র সমাধান। এ জন্য চীনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, এটি অস্বীকারের সুযোগ নেই। চীন রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিপক্ষে নয়। চীনও রোহিঙ্গা সমস্যার একটা স্থায়ী সমাধান চায়। তবে স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশ ও আসিয়ানভুক্ত দেশগুলোকে এগিয়ে আসতে হবে।

সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার সংসদ সদস্য ওং চেন বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী মায়ানমারের বাসিন্দা এবং যেহেতু মায়ানমার একটি আসিয়ান রাষ্ট্র, তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর একটি বাধ্যবাধকতা রয়েছে, তারা শরণার্থী শিবিরগুলোতে পর্যাপ্ত খাদ্যসহায়তা দেবে। যেখানে অচিরেই ব্যাপক দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হবে। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্যানুযায়ী, ইউএসএআইডির ব্যাপক তহবিল কাটছাঁটের কারণে ২০২৫ সালের নভেম্বরের শেষে খাদ্য রেশনের জন্য বাজেট উল্লেখযোগ্যভাবে কমে যাবে। শিবিরগুলোতে থাকা ১৩ লাখ মানুষের জন্য প্রতি মাসে ১ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রয়োজন।

ফিলিপাইনের সাবেক কংগ্রেস সদস্য রাউল ম্যানুয়েল বলেন, রোহিঙ্গা যুবকেরা স্বীকৃত শিক্ষা এবং প্রাসঙ্গিক দক্ষতা প্রশিক্ষণ ছাড়া আটকে থাকতে পারে না। তাদের ভবিষ্যৎ, এবং একটি টেকসই সমাধানের যে কোনো আশা, নির্ভর করে তাদের মর্যাদা নিয়ে বেঁচে থাকার এবং একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক মায়ানমার গঠনে অবদান রাখার সরঞ্জামগুলো নিশ্চিত করার ওপর। আমরা আসিয়ানকে এ কাজটি সম্ভব করার জন্য বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।

এর আগে সংগঠনটির একটি প্রতিনিধিদল গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

আসিয়ান হলো দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা। এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়। পরে ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মায়ানমার ও ভিয়েতনাম এর সদস্যপদ লাভ করে। এর লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক বিবর্তন তার সদস্যদের মধ্যে ত্বরান্বিত করা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা এবং সদস্য দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণভাবে পার্থক্য নিয়ে আলোচনা করা।

ছবি

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান কলেজছাত্রীর, তাড়ানোর চেষ্টায় মারধর

ছবি

নড়াইলে সিপিবির পঞ্চম জেলা সম্মেলন অনুষ্ঠিত

ছবি

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে ১০ ফুট লম্বা ডলফিন

ছবি

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬৩ জন, মৃত্যু ৩ জনের

ছবি

‘চার যুগেরও বেশি সময়ের হাসি-কান্নার জন্মভিটা ছেড়ে কেউ চলে যেতে চায়’

ছবি

আবারও সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ছবি

চট্টগ্রাম বন্দরে আইসিডিতে প্রায় ৬৩ শতাংশ পর্যন্ত বাড়তি চার্জ আদায় শুরু

ছবি

আদালত কক্ষে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর নিজস্ব বার্তা পরিবেশক

ছবি

বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ও ক্ষমতা প্রয়োগের ধরনকে গভীরভাবে সংস্কার করতে হবে: টিআই চেয়ারপারসন

ছবি

দুবাইয়ে ১২০০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও স্ত্রীর বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

ছবি

ধর্মীয় আচারানুষ্ঠান ও ঝুমুর নাচে মেতে উঠেছিল চলনবিলের আদিবাসি পল্লী

ছবি

নড়াইলে পল্লী বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ছবি

কটিয়াদীতে পূজার ঢাকিদের অতিথিশালা ৮ বছরেও শেষ হয়নি নির্মাণকাজ

ছবি

‘গণতন্ত্রবিরোধীরাই দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে’ শামা ওবায়েদ

ছবি

পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

ছবি

বাগেরহাটে প্রসাধনী কারখানা সিলগালা, জরিমানা

ছবি

নীলফামারীতে শ্রমিক হত্যার বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন

ছবি

বেতাগীতে ছিনতাইয়ের কবলে পড়ে বিকাশ ব্যবসায়ী রক্তাক্ত জখম

ছবি

শার্শায় সোনালী ব্যাংক থেকে প্রতারক আটক

ছবি

শিক্ষা সনদ জাল হওয়ায় বিদ্যালয়ের সভাপতিকে অব্যাহতি

ছবি

কাঠের কারখানায় চুরি, গ্রেপ্তার ৪

ছবি

পত্নীতলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি

সরাইলে বিএনপির মিছিলে ধাক্কা লাগা নিয়ে সংঘর্ষ, আহত ৪০

ছবি

মধুপুরে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসছে তরুণরা

ছবি

জাতীয়করণের এক যুগ পরও জরাজীর্ণ ভুরভুরিয়া প্রাথমিক বিদ্যালয়

ছবি

করিমগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি

ছবি

১৮ কোটি মানুষের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনবে বিএনপি-মঈন খান

ছবি

রাজশাহীতে গ্রামীণফোনের নতুন জিপিসি উদ্বোধন

ছবি

চান্দিনায় উপজেলা যুবদলের আহবায়ক বহিষ্কার

ছবি

বাজারে এআই ইন্টেলিজেন্স সমৃদ্ধ লেনোভো লিজিয়ন ফাইভ আই ল্যাপটপ

ছবি

লোকনাথ ব্রক্ষ্মচারীর ২৯৫তম আবির্ভাব উৎসব শুরু

ছবি

নোয়াখালীতে গাঁজা সেবন করে দুই বন্ধুর ঝগড়ায় পানিতে ডুবে

ছবি

কুলিয়ারচরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকার থানায় অভিযোগ

রাজশাহীতে অস্ত্রসহ আটক ১

ছবি

ব্যবসায়ীর ওপর নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

ছবি

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

tab

news » bangladesh

আসিয়ান জোট রোহিঙ্গা সংকটের মূল কারণকে উপেক্ষা করেছে: এপিএইচআর

সংবাদ অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে সংগ্রহ করা তথ্য-উপাত্ত তুলে ধরেন এপিএইচআর প্রতিনিধিদল -সংবাদ

বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

রোহিঙ্গা শরণার্থী শিবিরে মানবিক সংকটের বিষয়টি তুলে ধরে আসিয়ান জোটকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)। আসিয়ানের মানবাধিকার বিষয়ক সংস্থাটি বলছে, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশ ও আসিয়ানভুক্ত দেশগুলোকে এগিয়ে আসতে হবে। তারা বলেছে, আসিয়ান রোহিঙ্গা সংকটের মূল কারণকে উপেক্ষা করেছে। এটি ইতোমধ্যে একটি সংকটজনক পর্যায়ে রয়েছে।

বৃহস্পতিবার,(০৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে রাজধানী ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলন এ আহ্বান জানায় এপিএইচআর। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে সংগ্রহ করা তথ্য-উপাত্তের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এপিএইচআর জানায়, ১-৩ সেপ্টেম্বর মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ফিলিপাইনের বর্তমান ও সাবেক আইনপ্রণেতাদের নিয়ে গঠিত এপিএইচআর প্রতিনিধিদল কক্সবাজার সফর করে। এ সফরের উদ্দেশ্য ছিল রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মুখোমুখি হওয়া এবং ক্রমবর্ধমান মানবিক ও মানবাধিকার সংকট মূল্যায়ন করা।

সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সংকট ও নানা দিক তুলে ধরা হয়। রোহিঙ্গা সংকট কোনো বিচ্ছিন্ন সমস্যা নয় জানিয়ে বিষয়টি আসিয়ানের পরবর্তী সভায় তুলে ধরা বলে জানায় আসিয়ান জোটের মানবাধিকার সংস্থাটি।

রোহিঙ্গা সংকট আসিয়ানসংশ্লিষ্ট বিষয় উল্লেখ করে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, দ্রুতই রোহিঙ্গা সংকট উত্তরণ না হলে মানব পাচার, অস্ত্র ও মাদক চোরাচালান এবং শরণার্থীদের অব্যাহত আগমনের কারণে আসিয়ান অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এ সময় বিভিন্ন দেশ রোহিঙ্গাদের জন্য অর্থসহায়তা কমিয়ে দেয়ায় আসন্ন খাদ্যসংকট সমাধানে দ্রুত আসিয়ানকে একটি মানবিক তহবিল গঠনের অনুরোধ জানায় এপিএইচআর।

সংস্থাটি বলছে, আসিয়ান রোহিঙ্গা সংকটের মূল কারণকে উপেক্ষা করেছে। এটি ইতোমধ্যে একটি সংকটজনক পর্যায়ে রয়েছে। প্রকৃতপক্ষে, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে, ২০২৫ সালের নভেম্বরের পর খাদ্য রেশন ফুরিয়ে যাবে, যদি না প্রতি মাসে ১৭ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল নিশ্চিত করা হয়।

এছাড়া এপিএইচআর রোহিঙ্গা সমস্যা নিয়ে একটি আসিয়ান প্ল্যাটফর্ম তৈরির আহ্বান জানিয়েছে। সংস্থাটি আসিয়ানকে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে রোহিঙ্গা শিশু ও যুবকদের জন্য স্বীকৃত শিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করারও আহ্বান জানিয়েছে।

ফিলিপাইনের সরকার রোহিঙ্গা শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং উচ্চশিক্ষার সুযোগ দেয়ায় সেই সরকারকে ধন্যবাদ জানিয়েছে এপিএইচআর। অন্যান্য আসিয়ান সদস্য রাষ্ট্র এটি অনুসরণ করতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সংবাদ সম্মেলনে এপিএইচআরের সহ-সভাপতি ও মালয়েশিয়ার সাবেক

সংসদ সদস্য চার্লস সান্তিয়াগো বলেন, রোহিঙ্গা সংকটের আট বছর পেরিয়ে গেলেও আসিয়ান এখনও এটিকে নিজেদের সমস্যা হিসেবে দেখছে না। এপিএইচআর প্রথম ২০১৮ সালে এ বিষয় তুলে ধরেছিল এবং আজ আবারও একটি আসিয়ান মানবিক তহবিল গঠনের জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি।

রোহিঙ্গা সমস্যাকে শুধু বাংলাদেশের নয়, আসিয়ানেরও সমস্যা বলে উল্লেখ করেন চার্লস সান্তিয়াগো বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়াই হতে পারে একমাত্র সমাধান। এ জন্য চীনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, এটি অস্বীকারের সুযোগ নেই। চীন রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিপক্ষে নয়। চীনও রোহিঙ্গা সমস্যার একটা স্থায়ী সমাধান চায়। তবে স্থায়ী সমাধানের জন্য বাংলাদেশ ও আসিয়ানভুক্ত দেশগুলোকে এগিয়ে আসতে হবে।

সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার সংসদ সদস্য ওং চেন বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী মায়ানমারের বাসিন্দা এবং যেহেতু মায়ানমার একটি আসিয়ান রাষ্ট্র, তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর একটি বাধ্যবাধকতা রয়েছে, তারা শরণার্থী শিবিরগুলোতে পর্যাপ্ত খাদ্যসহায়তা দেবে। যেখানে অচিরেই ব্যাপক দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হবে। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্যানুযায়ী, ইউএসএআইডির ব্যাপক তহবিল কাটছাঁটের কারণে ২০২৫ সালের নভেম্বরের শেষে খাদ্য রেশনের জন্য বাজেট উল্লেখযোগ্যভাবে কমে যাবে। শিবিরগুলোতে থাকা ১৩ লাখ মানুষের জন্য প্রতি মাসে ১ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রয়োজন।

ফিলিপাইনের সাবেক কংগ্রেস সদস্য রাউল ম্যানুয়েল বলেন, রোহিঙ্গা যুবকেরা স্বীকৃত শিক্ষা এবং প্রাসঙ্গিক দক্ষতা প্রশিক্ষণ ছাড়া আটকে থাকতে পারে না। তাদের ভবিষ্যৎ, এবং একটি টেকসই সমাধানের যে কোনো আশা, নির্ভর করে তাদের মর্যাদা নিয়ে বেঁচে থাকার এবং একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক মায়ানমার গঠনে অবদান রাখার সরঞ্জামগুলো নিশ্চিত করার ওপর। আমরা আসিয়ানকে এ কাজটি সম্ভব করার জন্য বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।

এর আগে সংগঠনটির একটি প্রতিনিধিদল গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

আসিয়ান হলো দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি রাষ্ট্র নিয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা। এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত হয়। পরে ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মায়ানমার ও ভিয়েতনাম এর সদস্যপদ লাভ করে। এর লক্ষ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অগ্রগতি, সাংস্কৃতিক বিবর্তন তার সদস্যদের মধ্যে ত্বরান্বিত করা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা এবং সদস্য দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণভাবে পার্থক্য নিয়ে আলোচনা করা।

back to top