ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ফরিদপুর -৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর -২ (নগরকান্দা ও সালথা) আসনের সঙ্গে সংযুক্তির প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে। শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ, হামিরদী,পুকুরিয়া,আলগী ইউনিয়নের সুয়াদী, ঝাটুরদিয়া এবং ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে এলাকায় সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত সড়কে টায়ার জ্বালিয়ে চলে এ সড়ক অবরোধ ও মানববন্ধন করা হয়। এ সময় মুনসুরাবাদ, সুয়াদী, হামিরদী ও ভাঙ্গা বাসস্ট্যান্ডের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। বিক্ষোভকারীরেদর দাবি তারা ভাঙ্গা উপজেলা রেখে নগরকান্দার সঙ্গে সম্পৃক্ত হতে চান না। এ সময় নেতাকর্মীরা নগরকান্দা না ভাঙ্গা, ভাঙ্গা, ভাঙ্গা স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।পরে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
ফরিদপুর -৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর -২ (নগরকান্দা ও সালথা) আসনের সঙ্গে সংযুক্তির প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে। শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ, হামিরদী,পুকুরিয়া,আলগী ইউনিয়নের সুয়াদী, ঝাটুরদিয়া এবং ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে এলাকায় সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত সড়কে টায়ার জ্বালিয়ে চলে এ সড়ক অবরোধ ও মানববন্ধন করা হয়। এ সময় মুনসুরাবাদ, সুয়াদী, হামিরদী ও ভাঙ্গা বাসস্ট্যান্ডের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। বিক্ষোভকারীরেদর দাবি তারা ভাঙ্গা উপজেলা রেখে নগরকান্দার সঙ্গে সম্পৃক্ত হতে চান না। এ সময় নেতাকর্মীরা নগরকান্দা না ভাঙ্গা, ভাঙ্গা, ভাঙ্গা স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।পরে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।