ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বাগেরহাটের চিতলমারী উপজেলায় একদিনের ব্যবধানে সড়ক দুর্ঘনায় নিহত হয়েছেন তানভির আহম্মেদ মোল্লা নামের এক মেধাবী ছাত্র এবং অটোভ্যান চালক আজগর শেখ। নিহত তানভির হোসেন উপজেলার শিবপুর গ্রামের জাকারিয়া মোল্লার ছেলে ও আজগর শেখ একই উপজেলার কলাতলা গ্রামের মৃত রুস্তম শেখের ছেলে। নিহতের স্বজনরা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে চিতলমারী শিবপুর ছোটপুল এলাকায় মোটরসাইকেল আরোহী তানভির আহম্মেদ একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে পড়ে। পরে পথচারীরা তানভির কে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই সে মারা যায়। তানভির আহম্মেদ এ বছর জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করে কলেজে ভর্তির অপেক্ষায় ছিল। অপরদিকে, গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সড়ক দুঘর্টনায় আহত অটোভ্যান চালক আজগর শেখ মারা যায়। এর আগের দিন বুধবার বিকেলে একই সড়কের ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পিক আপের সাথে অটোভ্যানচালক আজগর শেখের মুখোমুখি সংঘর্ষ হয়। তাকে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে বৃহস্পতিবার মারা যান। চিতলমারী থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন শুক্রবার (০৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে সড়ক দুঘর্টনায় মেধাবী ছাত্রসহ দুইজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, পৃথক ২ টি সড়ক দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
বাগেরহাটের চিতলমারী উপজেলায় একদিনের ব্যবধানে সড়ক দুর্ঘনায় নিহত হয়েছেন তানভির আহম্মেদ মোল্লা নামের এক মেধাবী ছাত্র এবং অটোভ্যান চালক আজগর শেখ। নিহত তানভির হোসেন উপজেলার শিবপুর গ্রামের জাকারিয়া মোল্লার ছেলে ও আজগর শেখ একই উপজেলার কলাতলা গ্রামের মৃত রুস্তম শেখের ছেলে। নিহতের স্বজনরা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে চিতলমারী শিবপুর ছোটপুল এলাকায় মোটরসাইকেল আরোহী তানভির আহম্মেদ একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে পড়ে। পরে পথচারীরা তানভির কে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই সে মারা যায়। তানভির আহম্মেদ এ বছর জিপিএ-৫ পেয়ে এসএসসি পাশ করে কলেজে ভর্তির অপেক্ষায় ছিল। অপরদিকে, গতকাল বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সড়ক দুঘর্টনায় আহত অটোভ্যান চালক আজগর শেখ মারা যায়। এর আগের দিন বুধবার বিকেলে একই সড়কের ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পিক আপের সাথে অটোভ্যানচালক আজগর শেখের মুখোমুখি সংঘর্ষ হয়। তাকে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে বৃহস্পতিবার মারা যান। চিতলমারী থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন শুক্রবার (০৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে সড়ক দুঘর্টনায় মেধাবী ছাত্রসহ দুইজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, পৃথক ২ টি সড়ক দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।