নাগেশ্বরী (কুড়িগ্রাম) : বউ-শাশুড়ির মিলনমেলা -সংবাদ
নাগেশ্বরীতে বউ-শাশুড়ী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী রামখানা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ল্যাম্ব হাসপাতাল নাগেশ্বরী শাখা এস.আর.এম.এন.সি.এ এইচ প্রকল্পের উদ্যোগে ইউ.এন.এফ.পি.এ এর অর্থায়নে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় এর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোযার হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি ডা. সুজন সাহা, মেডিকেল অফিসার ডা. ফেরদৌসি খাতুন, ডি.এস.আর.এইচ.আর কেয়ার এর ডা. সুমাশ্রী রায়, ল্যাম্ব প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আলী আকাশ, প্রজেক্ট অফিসার এককা বাদল প্রমুখ।
মেলায় অংশগ্রহন করে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত আসা বউ-শাশুড়ীরা। এর মাধ্যমে তাদেরকে জানানো হয় নিজে সচেতন হয়ে কিভাবে মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারি, পরিবার পরিকল্পনা, কিশোর-কিশোরী সেবা, প্রসব পুর্ব ও পরবর্তী সেবার মান বৃদ্ধি করা যায়। সুস্থ্য থাকতে করাতে হবে জরায়ুর মুখ, প্যাথলিজিক্যাল পরীক্ষা। এছাড়াও কিশোরীদে ফেস্টুলা বিষয়ে কাউন্সিলিং অনুষ্ঠিত হয়।
ল্যাম্ব প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আলী আকাশ জানান, বউ শাশুড়ী নামে অভিহিত এ বিশেষ মেলায় মুলত মেয়েদের স্বাস্থ্যগত বিভিন্ন বিষয়ে বউ এর প্রতি শাশুড়ী এবং শাশুড়ীর প্রতি বউ এর দায়িত্ব কর্তব্য কি এই বার্তা পৌঁছে দেয়া হয় অংশগ্রহনকারীদের মাঝে। এতে অংশ নিতে পেরে খুশী বউ শাশুড়ীরাও।
আস্করনগর ভাতের ভিটার শাহনাজ খাতুন (২৪) ও তার শাশুড়ি হাওয়া বেগম, দক্ষিণ রামখানা চেয়ারম্যান বাড়ীর শাহিদা বেগম (২৮) ও তার শাশুড়ী সখিনা বেগম, পশ্চিম রামখানা কুড়ার পাড়ের শারমিন আক্তার (২০) ও তার শাশুড়ী শাহিদা বেগম, পশ্চিম রামখানা বাঁশের ভিটা গ্রামের গর্ভবতী রোকসানা খাতুন (১৮) ও তার শাশুড়ী মর্জিনা বেগমসহ অনেকেই জানান, আমরা আগে লজ্জায় অনেক বিষয়ে বউ শাশুড়ীর মধ্যে আলোচনা করতাম না। আজ জানলাম লজ্জা নয় নিজের সুস্থ্যতায় এগুলো জানা, জানানো জরুরী। এতে বউ শাশুড়ীর মধ্যে মনের দুরত্ব কমে যায়। বৃদ্ধি পায় আন্ত: যোগাযোগ।
নাগেশ্বরী (কুড়িগ্রাম) : বউ-শাশুড়ির মিলনমেলা -সংবাদ
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
নাগেশ্বরীতে বউ-শাশুড়ী মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী রামখানা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ল্যাম্ব হাসপাতাল নাগেশ্বরী শাখা এস.আর.এম.এন.সি.এ এইচ প্রকল্পের উদ্যোগে ইউ.এন.এফ.পি.এ এর অর্থায়নে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় এর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোযার হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি ডা. সুজন সাহা, মেডিকেল অফিসার ডা. ফেরদৌসি খাতুন, ডি.এস.আর.এইচ.আর কেয়ার এর ডা. সুমাশ্রী রায়, ল্যাম্ব প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আলী আকাশ, প্রজেক্ট অফিসার এককা বাদল প্রমুখ।
মেলায় অংশগ্রহন করে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত আসা বউ-শাশুড়ীরা। এর মাধ্যমে তাদেরকে জানানো হয় নিজে সচেতন হয়ে কিভাবে মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারি, পরিবার পরিকল্পনা, কিশোর-কিশোরী সেবা, প্রসব পুর্ব ও পরবর্তী সেবার মান বৃদ্ধি করা যায়। সুস্থ্য থাকতে করাতে হবে জরায়ুর মুখ, প্যাথলিজিক্যাল পরীক্ষা। এছাড়াও কিশোরীদে ফেস্টুলা বিষয়ে কাউন্সিলিং অনুষ্ঠিত হয়।
ল্যাম্ব প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আলী আকাশ জানান, বউ শাশুড়ী নামে অভিহিত এ বিশেষ মেলায় মুলত মেয়েদের স্বাস্থ্যগত বিভিন্ন বিষয়ে বউ এর প্রতি শাশুড়ী এবং শাশুড়ীর প্রতি বউ এর দায়িত্ব কর্তব্য কি এই বার্তা পৌঁছে দেয়া হয় অংশগ্রহনকারীদের মাঝে। এতে অংশ নিতে পেরে খুশী বউ শাশুড়ীরাও।
আস্করনগর ভাতের ভিটার শাহনাজ খাতুন (২৪) ও তার শাশুড়ি হাওয়া বেগম, দক্ষিণ রামখানা চেয়ারম্যান বাড়ীর শাহিদা বেগম (২৮) ও তার শাশুড়ী সখিনা বেগম, পশ্চিম রামখানা কুড়ার পাড়ের শারমিন আক্তার (২০) ও তার শাশুড়ী শাহিদা বেগম, পশ্চিম রামখানা বাঁশের ভিটা গ্রামের গর্ভবতী রোকসানা খাতুন (১৮) ও তার শাশুড়ী মর্জিনা বেগমসহ অনেকেই জানান, আমরা আগে লজ্জায় অনেক বিষয়ে বউ শাশুড়ীর মধ্যে আলোচনা করতাম না। আজ জানলাম লজ্জা নয় নিজের সুস্থ্যতায় এগুলো জানা, জানানো জরুরী। এতে বউ শাশুড়ীর মধ্যে মনের দুরত্ব কমে যায়। বৃদ্ধি পায় আন্ত: যোগাযোগ।