ব্রাহ্মণবাড়িয়া সদরে ‘কর্ণফুলী কমিউটার’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেনটি শনিবার বেলা দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের জেলা পরিষদ মার্কেটের সামনে লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান।
ট্রেনের যাত্রী ইকবাল হোসেন বলেন, “আমি কুমিল্লা যাওয়ার উদ্দেশে আশুগঞ্জ থেকে ট্রেনে উঠেছি। ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পার হওয়ার একটু পরেই ট্রেন থেমে যায়। পরে শুনি ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। পেছনে কোনো ট্রেন আসলে যাব, নয়তো সড়ক পথে যেতে হবে।”
সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান আরও জানান, “ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে, তবে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে, দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”
কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, সেটি তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া সদরে ‘কর্ণফুলী কমিউটার’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেনটি শনিবার বেলা দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের জেলা পরিষদ মার্কেটের সামনে লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান।
ট্রেনের যাত্রী ইকবাল হোসেন বলেন, “আমি কুমিল্লা যাওয়ার উদ্দেশে আশুগঞ্জ থেকে ট্রেনে উঠেছি। ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পার হওয়ার একটু পরেই ট্রেন থেমে যায়। পরে শুনি ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। দেড় ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। পেছনে কোনো ট্রেন আসলে যাব, নয়তো সড়ক পথে যেতে হবে।”
সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান আরও জানান, “ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ আছে, তবে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে, দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।”
কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, সেটি তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন তিনি।