রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলা’ দরবারে পুলিশের ওপর হামলার মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তাররা হলেন—বালিয়াডাঙ্গি গ্রামের হিরু মৃধা (৪০), দেওয়ানপাড়া গ্রামের এনামুল হক জনি (৩২), কাজিপাড়ার অপু কাজি (২৫), দেওয়ানপাড়ার মো. শাফিন সরদার (১৯) এবং দক্ষিণ উজানচর গ্রামের মাসুদ মৃধা।
এর আগে শুক্রবার বিকালে গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লাপাড়ায় ‘নুরাল পাগলা’র দরবার শরীফে হামলার ঘটনা ঘটে। নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক সম্প্রতি মারা যাওয়ার পর তাকে মাটি থেকে কিছুটা ওপরে কবর দিয়ে কাবা শরিফের আদলে তৈরি করা হয়। এ নিয়ে কয়েকদিন ধরে স্থানীয় তৌহিদী জনতার মধ্যে উত্তেজনা চলছিল।
শুক্রবার জুমার নামাজের পর তৌহিদী জনতার বিক্ষোভ থেকে দরবার শরীফে হামলা চালানো হয়। পাল্টা আক্রমণ করেন নুরাল পাগলার অনুসারীরা। সংঘর্ষে একজন নিহত ও অন্তত অর্ধশত মানুষ আহত হন।
ওসি রাকিবুল ইসলাম জানান, বিক্ষোভকারীরা দরবার শরীফে আগুন দেয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে হামলা চালায়। এ ঘটনায় অজ্ঞাত ৩৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার বাদী গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম।
ওসি আরও জানান, গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলছে।
রোববার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলা’ দরবারে পুলিশের ওপর হামলার মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তাররা হলেন—বালিয়াডাঙ্গি গ্রামের হিরু মৃধা (৪০), দেওয়ানপাড়া গ্রামের এনামুল হক জনি (৩২), কাজিপাড়ার অপু কাজি (২৫), দেওয়ানপাড়ার মো. শাফিন সরদার (১৯) এবং দক্ষিণ উজানচর গ্রামের মাসুদ মৃধা।
এর আগে শুক্রবার বিকালে গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লাপাড়ায় ‘নুরাল পাগলা’র দরবার শরীফে হামলার ঘটনা ঘটে। নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক সম্প্রতি মারা যাওয়ার পর তাকে মাটি থেকে কিছুটা ওপরে কবর দিয়ে কাবা শরিফের আদলে তৈরি করা হয়। এ নিয়ে কয়েকদিন ধরে স্থানীয় তৌহিদী জনতার মধ্যে উত্তেজনা চলছিল।
শুক্রবার জুমার নামাজের পর তৌহিদী জনতার বিক্ষোভ থেকে দরবার শরীফে হামলা চালানো হয়। পাল্টা আক্রমণ করেন নুরাল পাগলার অনুসারীরা। সংঘর্ষে একজন নিহত ও অন্তত অর্ধশত মানুষ আহত হন।
ওসি রাকিবুল ইসলাম জানান, বিক্ষোভকারীরা দরবার শরীফে আগুন দেয় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে হামলা চালায়। এ ঘটনায় অজ্ঞাত ৩৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার বাদী গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম।
ওসি আরও জানান, গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলছে।