ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত বাউল সম্রাট ফকির লালন শাহ্রে আখড়াবাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার পর থেকে লালন আখড়াবাড়িতে প্রবেশের প্রধান গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, রাজবাড়ীর গোয়ালন্দসহ কয়েকটি মাজারে হামলাসহ কিছু ইস্যু মাথায় রেখে জেলায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে লালন আখড়াবাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে। বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়িতে গিয়ে প্রবেশ গেট পার হয়ে ভেতরে ডানপাশে গোলঘরের সামনে কথা হয় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)আলম হোসেনের সাথে। লালন আখড়াবাড়িতে পুলিশ মোতায়নের বিশেষ কোন কারণ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, রাজবাড়ীতে মাজার কেন্দ্রিক একটি ঘটনা ঘটেছে। সম্ভবত সেই জায়গা থেকে বাড়তি সতকর্তার কারণে আমাদের পুলিশ লাইন থেকে পাঠানো হয়েছে। এখন থেকে পালা করে রাত-দিন ২৪ ঘন্টা পুলিশ মাজারেরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান জানান, কিছু কিছু ইস্যু নিয়ে লালন মাজারে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত বাউল সম্রাট ফকির লালন শাহ্রে আখড়াবাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার পর থেকে লালন আখড়াবাড়িতে প্রবেশের প্রধান গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, রাজবাড়ীর গোয়ালন্দসহ কয়েকটি মাজারে হামলাসহ কিছু ইস্যু মাথায় রেখে জেলায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে লালন আখড়াবাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে। বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়িতে গিয়ে প্রবেশ গেট পার হয়ে ভেতরে ডানপাশে গোলঘরের সামনে কথা হয় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)আলম হোসেনের সাথে। লালন আখড়াবাড়িতে পুলিশ মোতায়নের বিশেষ কোন কারণ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, রাজবাড়ীতে মাজার কেন্দ্রিক একটি ঘটনা ঘটেছে। সম্ভবত সেই জায়গা থেকে বাড়তি সতকর্তার কারণে আমাদের পুলিশ লাইন থেকে পাঠানো হয়েছে। এখন থেকে পালা করে রাত-দিন ২৪ ঘন্টা পুলিশ মাজারেরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান জানান, কিছু কিছু ইস্যু নিয়ে লালন মাজারে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।