ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রংপুর নগরীর দর্শনা শুটকির মোড় এলাকার একটি বাউন্ডারি ঘেরা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। গতকাল সোমবার মধ্য রাতে এসব অস্ত্র উদ্ধার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি শাজাহান আলী অস্ত্র উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে নগরীতে বড় ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে গতকাল সোমবার রাত আনুমানিক ২ টার দিকে গোপন সংবাদের উপর ভিত্তি করে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে নগরীর দর্শনা মডান মোড় মহাসড়কের শুটকির মোড় এলাকা থেকে ১০০ গজ দক্ষিনে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা একটি বাগানের ভিতর পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে। বস্তাগুলোতে তল্লাশি চালিয়ে ১০টি এক নালা বন্দুক ৩৬ রাউন্ড কার্টুজ ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে এ ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা যায়নি তবে অস্ত্রগুলো কোথা থেকে কারা নিয়ে এসে সেখানে রেখেছে তা উদঘাটনের চেষ্টা চলছে। এ ব্যাপারে মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শাজাহান আলী জানান, অস্ত্রগুলোর মধ্যে বন্দুক ১০টি ও বন্দুকের কার্টূজ ও গুলি প্রাথমিক ভাবে সচল ও তাজ বলে মনে হচ্ছে। কিন্তু বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি কারা কি উদ্দেশ্যে নিয়ে এসেছে এবং সীমানা প্রাচীর দেয়া বাগানের ভেতরে রেখেছিলো সব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
রংপুর নগরীর দর্শনা শুটকির মোড় এলাকার একটি বাউন্ডারি ঘেরা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। গতকাল সোমবার মধ্য রাতে এসব অস্ত্র উদ্ধার করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি শাজাহান আলী অস্ত্র উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে নগরীতে বড় ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে গতকাল সোমবার রাত আনুমানিক ২ টার দিকে গোপন সংবাদের উপর ভিত্তি করে মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে নগরীর দর্শনা মডান মোড় মহাসড়কের শুটকির মোড় এলাকা থেকে ১০০ গজ দক্ষিনে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা একটি বাগানের ভিতর পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে। বস্তাগুলোতে তল্লাশি চালিয়ে ১০টি এক নালা বন্দুক ৩৬ রাউন্ড কার্টুজ ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে এ ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা যায়নি তবে অস্ত্রগুলো কোথা থেকে কারা নিয়ে এসে সেখানে রেখেছে তা উদঘাটনের চেষ্টা চলছে। এ ব্যাপারে মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শাজাহান আলী জানান, অস্ত্রগুলোর মধ্যে বন্দুক ১০টি ও বন্দুকের কার্টূজ ও গুলি প্রাথমিক ভাবে সচল ও তাজ বলে মনে হচ্ছে। কিন্তু বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি কারা কি উদ্দেশ্যে নিয়ে এসেছে এবং সীমানা প্রাচীর দেয়া বাগানের ভেতরে রেখেছিলো সব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।