ময়মনসিংহ : সিপিবির জেলা সম্মেলন পূর্ব মিছিল -সংবাদ
“শোষণ, বৈষম্য, লুটপাটের বিরুদ্ধে জনগণের বিকল্প রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করুন”- এই শ্লোগানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটির পঞ্চদশ জেলা সম্মেলনের উদ্বোধন হয়েছে। গণসংগীত, বর্ণাঢ্য মিছিল, আলোচনাসভা ও জেলা কমিটি গঠনের মধ্য দিয়ে গতকাল সোমবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সকালে নগরীর টাউন হল শহীদ মিনার প্রাঙ্গনে উদীচী শিল্পীগোষ্টীর পরিচালনায় গণসংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি জেলা কমিটির প্রাক্তন সভাপতি কমরেড আব্দুল আজিজ তালুকদার। উদ্বোধনী বক্তব্যে কমরেড আব্দুল আজিজ তালুকদার বলেন, আমরা বাংলাদেশ প্রতিষ্ঠাকরেছি রক্তের বিনিময়ে। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার পর চারটি মূলনীতি স্থির করা হয়েছিল। তা হলো জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। কিন্তু সমাজতন্ত্রের কোন লক্ষণ দেখা যায়নি। বরং সমাজতন্ত্রকে উপেক্ষা করা হয়েছে। আমরা সংগ্রাম শুরু করেছি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবোই। যেকোন ত্যাগের বিনিময়ে হলেও আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য লাল পতাকা মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও সম্মেলন স্থলে গিয়ে শেষ হয়। পরে টাউন হলের এডভোকেট মাহমুদ আল নূর তারেক স্মৃতি মিলনায়তনে কমরেড যতীন সরকার মঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মোতাহর হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড আব্দুল্লাহ আল কাফি রতন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রাক্তন ছাত্রনেতা মানবেন্দ্র দেব, কেন্দ্রীয় সদস্য কমরেড এমদাদুল হক মিল্লাত ও কমরেড মনিরা বেগম অনু এবং সম্মেলন প্রস্তুতি পরিষদ এর আহবায়ক কমরেড মোকসেদুর রহমান জুয়েল। উদ্বোধনী অধিবেশন সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শেখ বাহার মজুমদার।
ময়মনসিংহ : সিপিবির জেলা সম্মেলন পূর্ব মিছিল -সংবাদ
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
“শোষণ, বৈষম্য, লুটপাটের বিরুদ্ধে জনগণের বিকল্প রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করুন”- এই শ্লোগানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটির পঞ্চদশ জেলা সম্মেলনের উদ্বোধন হয়েছে। গণসংগীত, বর্ণাঢ্য মিছিল, আলোচনাসভা ও জেলা কমিটি গঠনের মধ্য দিয়ে গতকাল সোমবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সকালে নগরীর টাউন হল শহীদ মিনার প্রাঙ্গনে উদীচী শিল্পীগোষ্টীর পরিচালনায় গণসংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি জেলা কমিটির প্রাক্তন সভাপতি কমরেড আব্দুল আজিজ তালুকদার। উদ্বোধনী বক্তব্যে কমরেড আব্দুল আজিজ তালুকদার বলেন, আমরা বাংলাদেশ প্রতিষ্ঠাকরেছি রক্তের বিনিময়ে। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার পর চারটি মূলনীতি স্থির করা হয়েছিল। তা হলো জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। কিন্তু সমাজতন্ত্রের কোন লক্ষণ দেখা যায়নি। বরং সমাজতন্ত্রকে উপেক্ষা করা হয়েছে। আমরা সংগ্রাম শুরু করেছি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবোই। যেকোন ত্যাগের বিনিময়ে হলেও আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য লাল পতাকা মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবারও সম্মেলন স্থলে গিয়ে শেষ হয়। পরে টাউন হলের এডভোকেট মাহমুদ আল নূর তারেক স্মৃতি মিলনায়তনে কমরেড যতীন সরকার মঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মোতাহর হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড আব্দুল্লাহ আল কাফি রতন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রাক্তন ছাত্রনেতা মানবেন্দ্র দেব, কেন্দ্রীয় সদস্য কমরেড এমদাদুল হক মিল্লাত ও কমরেড মনিরা বেগম অনু এবং সম্মেলন প্রস্তুতি পরিষদ এর আহবায়ক কমরেড মোকসেদুর রহমান জুয়েল। উদ্বোধনী অধিবেশন সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শেখ বাহার মজুমদার।