ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি ও শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনতে জরুরি ৯টি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সংস্থার পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান সাক্ষরিত এ নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ৫০-এর কম ও ৫০-১০০ শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী বাড়ানোর জন্য সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ক্যাচমেন্ট এরিয়ায় ‘শিশু জরিপ’ করে কোন শিশু কোন বিদ্যালয়ে গমন করে তা নির্ধারণ এবং যারা কোনো প্রতিষ্ঠানেই গমন করে না তা চিহ্নিত করতে হবে। ক্যাচমেন্ট এরিয়ায় অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ ও মা সমাবেশ করতে হবে। ক্যাচমেন্ট এরিয়ায় শিক্ষার্থী বাড়ানোর জন্য স্থানীয় মসজিদ বা মন্দির বা গির্জা বা বাজারে মাইকিং করে শিক্ষার গুরুত্ব প্রচার করতে হবে।
নিয়মিত উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কৃত করা এবং অভিভাবকদের ধন্যবাদ ও প্রশংসাপত্র প্রদান করতে হবে। ৫০ শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয় শিক্ষার্থী বাড়ানো সম্ভব না হলে বিদ্যালয়টি কীভাবে অন্য বিদ্যালয়ের সঙ্গে একীভূত করা যায় সে বিষয়ে প্রস্তাব পাঠাতে হবে। ১০০ শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয় শিক্ষার্থী বাড়ানোর জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করতে হবে।
বিভিন্ন জাতীয় দিবসে অভিভাবকদের সম্পৃক্ত করা এবং ল্পিপ কার্যক্রমে অভিভাবকদের পরিকল্পনা ও মতামতকে অন্তর্ভুক্ত করার জন্য পরামর্শ প্রদানের নির্দেশনা দিয়েছে ডিপিই।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি ও শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনতে জরুরি ৯টি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সংস্থার পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান সাক্ষরিত এ নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ৫০-এর কম ও ৫০-১০০ শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী বাড়ানোর জন্য সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ক্যাচমেন্ট এরিয়ায় ‘শিশু জরিপ’ করে কোন শিশু কোন বিদ্যালয়ে গমন করে তা নির্ধারণ এবং যারা কোনো প্রতিষ্ঠানেই গমন করে না তা চিহ্নিত করতে হবে। ক্যাচমেন্ট এরিয়ায় অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ ও মা সমাবেশ করতে হবে। ক্যাচমেন্ট এরিয়ায় শিক্ষার্থী বাড়ানোর জন্য স্থানীয় মসজিদ বা মন্দির বা গির্জা বা বাজারে মাইকিং করে শিক্ষার গুরুত্ব প্রচার করতে হবে।
নিয়মিত উপস্থিত শিক্ষার্থীদের পুরস্কৃত করা এবং অভিভাবকদের ধন্যবাদ ও প্রশংসাপত্র প্রদান করতে হবে। ৫০ শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয় শিক্ষার্থী বাড়ানো সম্ভব না হলে বিদ্যালয়টি কীভাবে অন্য বিদ্যালয়ের সঙ্গে একীভূত করা যায় সে বিষয়ে প্রস্তাব পাঠাতে হবে। ১০০ শিক্ষার্থী বিশিষ্ট বিদ্যালয় শিক্ষার্থী বাড়ানোর জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করতে হবে।
বিভিন্ন জাতীয় দিবসে অভিভাবকদের সম্পৃক্ত করা এবং ল্পিপ কার্যক্রমে অভিভাবকদের পরিকল্পনা ও মতামতকে অন্তর্ভুক্ত করার জন্য পরামর্শ প্রদানের নির্দেশনা দিয়েছে ডিপিই।