দোহার (ঢাকা) : অবৈধ দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হচ্ছে -সংবাদ
ঢাকা দোহার উপজেলায় চায়না দুয়ারি কারখানায় অভিযান চালিয়ে চায়না দুয়ারি জাল জব্দ ও পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। মঙ্গলবার উপজেলার বিলাশপুরে উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও নৌ-পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, মঙ্গলবার উপজেলার বিলাশপুর পদ্মানদীর তীরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহর নেত্বত্বে চায়না দুয়ারী জাল কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময়ে দুইটি চায়না দুয়ারি কারখানায় অভিযান চালিয়ে ৫০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া চায়না দুয়ারিতে ব্যবহৃত লোহার তৈরি খাঁচা পুড়ানোর পর উম্মুক্ত নিলামে ৩৫ হাজার ৬২৫ টাকা(ভ্যাট আইটি সহ) বিক্রি করা হয়।
অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন- উক্ত প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য কর্মকর্তা, দোহার ও তার টিম।
দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নী জানা, অভিযান অব্যাহত থাকবে।
দোহার থানার ওসি মো. হাসান আলী জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
দোহার (ঢাকা) : অবৈধ দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হচ্ছে -সংবাদ
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা দোহার উপজেলায় চায়না দুয়ারি কারখানায় অভিযান চালিয়ে চায়না দুয়ারি জাল জব্দ ও পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। মঙ্গলবার উপজেলার বিলাশপুরে উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও নৌ-পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, মঙ্গলবার উপজেলার বিলাশপুর পদ্মানদীর তীরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহর নেত্বত্বে চায়না দুয়ারী জাল কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময়ে দুইটি চায়না দুয়ারি কারখানায় অভিযান চালিয়ে ৫০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া চায়না দুয়ারিতে ব্যবহৃত লোহার তৈরি খাঁচা পুড়ানোর পর উম্মুক্ত নিলামে ৩৫ হাজার ৬২৫ টাকা(ভ্যাট আইটি সহ) বিক্রি করা হয়।
অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন- উক্ত প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য কর্মকর্তা, দোহার ও তার টিম।
দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নী জানা, অভিযান অব্যাহত থাকবে।
দোহার থানার ওসি মো. হাসান আলী জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন।