ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে একই পরিবারের চাচাতো-ফুফাতো তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবন সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। শ্রাবন ও শুভ চাচাতো ভাই এবং অহনা তাদের ফুফাতো বোন। তারা নবীগঞ্জ পৌরসভার জয়নগরে বসবাস করলেও পাঞ্জারাই গ্রামে বেড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে খেলার সময় এক শিশু অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অপর দুই শিশু পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর গ্রামের এক নারী পুকুরে ভাসতে থাকা এক শিশুকে দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে খোঁজাখুঁজি করে তিনজনকেই অচেতন অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা সুমন শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হয়।
নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, “অত্যন্ত হৃদয়বিদারক এ ঘটনায় একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি স্থানীয়দের কাছ থেকে নিশ্চিত করা হয়েছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে একই পরিবারের চাচাতো-ফুফাতো তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো—পাঞ্জারাই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবন সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। শ্রাবন ও শুভ চাচাতো ভাই এবং অহনা তাদের ফুফাতো বোন। তারা নবীগঞ্জ পৌরসভার জয়নগরে বসবাস করলেও পাঞ্জারাই গ্রামে বেড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে খেলার সময় এক শিশু অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অপর দুই শিশু পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর গ্রামের এক নারী পুকুরে ভাসতে থাকা এক শিশুকে দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে খোঁজাখুঁজি করে তিনজনকেই অচেতন অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা সুমন শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে উপস্থিত হয়।
নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, “অত্যন্ত হৃদয়বিদারক এ ঘটনায় একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি স্থানীয়দের কাছ থেকে নিশ্চিত করা হয়েছে।