গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শিন ইউয়েন নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর দিঘিরপাড় এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, গত আগস্ট মাসের বেতন, নাইট বিল, টিফিন বিল, ইনসেনটিভ বোনাস, হাজিরা বোনাস বুধবার (১০ সেপ্টেম্বর) পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী বেতন দেয়নি। সকালে দুই শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
দ্রুত তাদের বকেয়া বেতন পরিশোধ না করা হলে তারা আবারও আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন আন্দোলনরত শ্রমিকরা।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ফারুকুল আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কারখানার দিকে ফিরে যান। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ কারখানার সামনে অবস্থান করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ ও থানা পুলিশ কারখানার সামনে এবং আশপাশে অবস্থান করছে।
গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তরিকুল ইসলাম সংবাদকে বলেন, বকেয়া বেতনের দাবিতে শিনওয়ান গার্মেন্টসের শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শিন ইউয়েন নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর দিঘিরপাড় এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, গত আগস্ট মাসের বেতন, নাইট বিল, টিফিন বিল, ইনসেনটিভ বোনাস, হাজিরা বোনাস বুধবার (১০ সেপ্টেম্বর) পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী বেতন দেয়নি। সকালে দুই শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
দ্রুত তাদের বকেয়া বেতন পরিশোধ না করা হলে তারা আবারও আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন আন্দোলনরত শ্রমিকরা।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ফারুকুল আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কারখানার দিকে ফিরে যান। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ কারখানার সামনে অবস্থান করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ ও থানা পুলিশ কারখানার সামনে এবং আশপাশে অবস্থান করছে।
গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তরিকুল ইসলাম সংবাদকে বলেন, বকেয়া বেতনের দাবিতে শিনওয়ান গার্মেন্টসের শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।