ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বরগুনার বেতাগী উপজেলার জামায়াত সেক্রেটারি ও স্থানীয় একটি বেসরকারি কলেজের প্রভাষক মো. শাহাদাত হোসেন মুন্নার বাসার ৫ টি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে দুবৃত্তরা আলমারি ও কক্ষ তছনছ করে প্রয়োজনীয় কাগজপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। জানা যায়, সন্ধ্যার পর প্রভাষক শাহাদাত হোসেন মুন্নার ছোট ভাই শাহিন জরুরি কাজে বেতাগী বাসস্ট্যান্ডে যান। অল্প সময়ের ব্যবধানে সংঘটিত ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির মুঠোফোনে বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে থানার তদন্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন খানসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
বরগুনার বেতাগী উপজেলার জামায়াত সেক্রেটারি ও স্থানীয় একটি বেসরকারি কলেজের প্রভাষক মো. শাহাদাত হোসেন মুন্নার বাসার ৫ টি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে দুবৃত্তরা আলমারি ও কক্ষ তছনছ করে প্রয়োজনীয় কাগজপত্র, নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। জানা যায়, সন্ধ্যার পর প্রভাষক শাহাদাত হোসেন মুন্নার ছোট ভাই শাহিন জরুরি কাজে বেতাগী বাসস্ট্যান্ডে যান। অল্প সময়ের ব্যবধানে সংঘটিত ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির মুঠোফোনে বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে থানার তদন্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন খানসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।