ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
জমি ভাগাভাগি ও ঋণের টাকাকে কেন্দ্র করে মাকে গলা কেটে হত্যা করেছে পাষন্ড ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘঠেছে বৃহস্পতিবার রাত ২টার দিকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মান্দারতা গ্রামের ।
জানা গেছে, উপজেলার চকমীরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামের মৃত ফটিক চন্দ ভদ্রের স্ত্রী করুনা রানি ভদ্রকে (৬২) ছেলে ঘাতক রবি ভদ্র ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করেছে।
রবি ভদ্র দীর্ঘদন যাবৎ বিদেশে কর্মরত ছিলেন। শাররীকভাবে সে অসুস্থ থাকায় বিদেশ থেকে স্থায়ীভাবে দেশে চলে আসেন। ফিরে এসে বাবার রেখে যাওয়া সম্পত্তি ভাগচায় তার মার কাছে। তার মা সম্পত্তি দিতে অস্বীকার হয়। কয়েক দফায় তার মার সাথে ঝগড়া হয়। গতকাল বুধবার বিকালে ঝগড়া শেষে রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পরে। রাত আনুমানিক ২টার দিকে রবি ভদ্র তার মাকে ধারালো বটি দিয়ে বসত ঘরের মধ্যে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
এলাকাবাসী জানায়, আর্থিক বিষয় এবং জমিজমা নিয়ে মা ও ছেলের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। বিরোধের জের ধরেই মর্মান্তিক হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এ,আর, এম আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
জমি ভাগাভাগি ও ঋণের টাকাকে কেন্দ্র করে মাকে গলা কেটে হত্যা করেছে পাষন্ড ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘঠেছে বৃহস্পতিবার রাত ২টার দিকে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মান্দারতা গ্রামের ।
জানা গেছে, উপজেলার চকমীরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামের মৃত ফটিক চন্দ ভদ্রের স্ত্রী করুনা রানি ভদ্রকে (৬২) ছেলে ঘাতক রবি ভদ্র ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করেছে।
রবি ভদ্র দীর্ঘদন যাবৎ বিদেশে কর্মরত ছিলেন। শাররীকভাবে সে অসুস্থ থাকায় বিদেশ থেকে স্থায়ীভাবে দেশে চলে আসেন। ফিরে এসে বাবার রেখে যাওয়া সম্পত্তি ভাগচায় তার মার কাছে। তার মা সম্পত্তি দিতে অস্বীকার হয়। কয়েক দফায় তার মার সাথে ঝগড়া হয়। গতকাল বুধবার বিকালে ঝগড়া শেষে রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পরে। রাত আনুমানিক ২টার দিকে রবি ভদ্র তার মাকে ধারালো বটি দিয়ে বসত ঘরের মধ্যে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
এলাকাবাসী জানায়, আর্থিক বিষয় এবং জমিজমা নিয়ে মা ও ছেলের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। বিরোধের জের ধরেই মর্মান্তিক হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এ,আর, এম আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।