ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
চট্টগ্রামের মীরসরাইয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় পিতাসহ দুই সন্তান নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের স্ত্রী ও ছেলেসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার, (১২ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন ঠাকুরদিঘী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা গোলাম সরোয়ার (৪২), তার শিশু কন্যা মুসকান (৩) এবং প্রাইভেটকারের যাত্রী কিশোরগঞ্জের নিকলি থানার ফার্নিচার কারিগর সাগর (৩০)। আহতদের মধ্যে রয়েছেন নিহত সরোয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯) এবং গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০)। তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, পরিবার নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন সরোয়ার। পথে ঠাকুরদিঘী বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের (ঢাকা মেট্টো উ, ১১-৭১৬৮) পেছনে তাদের প্রাইভেটকার (ঢাকা মেট্টো ঘ, ১৩-৭৩৪৮) সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সরোয়ার, তার মেয়ে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাগর নামে যুবক প্রাণ হারান।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, “দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে বাবা-শিশুকন্যাসহ তিনজন মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রামের মীরসরাইয়ে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় পিতাসহ দুই সন্তান নিহত হয়েছেন। একই ঘটনায় নিহতের স্ত্রী ও ছেলেসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার, (১২ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন ঠাকুরদিঘী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা গোলাম সরোয়ার (৪২), তার শিশু কন্যা মুসকান (৩) এবং প্রাইভেটকারের যাত্রী কিশোরগঞ্জের নিকলি থানার ফার্নিচার কারিগর সাগর (৩০)। আহতদের মধ্যে রয়েছেন নিহত সরোয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯) এবং গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০)। তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, পরিবার নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন সরোয়ার। পথে ঠাকুরদিঘী বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের (ঢাকা মেট্টো উ, ১১-৭১৬৮) পেছনে তাদের প্রাইভেটকার (ঢাকা মেট্টো ঘ, ১৩-৭৩৪৮) সজোরে ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সরোয়ার, তার মেয়ে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাগর নামে যুবক প্রাণ হারান।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, “দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে বাবা-শিশুকন্যাসহ তিনজন মারা যান। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”