ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ঠাকুরদীঘি এলাকায় কাভার্ডভ্যান চাপায় প্রাইভেট কার আরোহী বাবা- মেয়ে নিহত হয়েছে। এতে আহত অপর চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ সকাল সাড়ে ৮ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী বাজারে চট্টগ্রামমুখী লাইনে এই দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্টো ঘ, ১৩-৭৩৪৮) চট্টগ্রাম যাওয়ার পথে ঠাকুরদিঘী বাজারে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্টে উ, ১১-৭১৬৮) পেছনে ধাক্কা দিলে প্রাইভেট কারের সামনের অংশ কাভার্ডভ্যানের ভেতরে ঢুকে যায়। এসময় প্রাইভেটকারে থাকা ঢাকার তুরাগ থানাধীন উত্তরা ১০ নং সেক্টরের গোলাম সারোয়ার (৪২) এবং তার শিশু কন্যা মুসকান (৩) ঘটনাস্থলেই নিহত হয়।
এসময় অজ্ঞাত আরো চারজন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহানউদ্দিন জানান, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সম্ভবত চালক চোখে ঘুম নিয়েই গাড়ি চালাচ্ছিল। খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের এবং স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করি। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার ঠাকুরদীঘি এলাকায় কাভার্ডভ্যান চাপায় প্রাইভেট কার আরোহী বাবা- মেয়ে নিহত হয়েছে। এতে আহত অপর চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ সকাল সাড়ে ৮ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী বাজারে চট্টগ্রামমুখী লাইনে এই দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্টো ঘ, ১৩-৭৩৪৮) চট্টগ্রাম যাওয়ার পথে ঠাকুরদিঘী বাজারে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্টে উ, ১১-৭১৬৮) পেছনে ধাক্কা দিলে প্রাইভেট কারের সামনের অংশ কাভার্ডভ্যানের ভেতরে ঢুকে যায়। এসময় প্রাইভেটকারে থাকা ঢাকার তুরাগ থানাধীন উত্তরা ১০ নং সেক্টরের গোলাম সারোয়ার (৪২) এবং তার শিশু কন্যা মুসকান (৩) ঘটনাস্থলেই নিহত হয়।
এসময় অজ্ঞাত আরো চারজন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহানউদ্দিন জানান, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সম্ভবত চালক চোখে ঘুম নিয়েই গাড়ি চালাচ্ছিল। খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের এবং স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করি। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে।