ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুরে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার, (১৩ সেপ্টেম্বর ২০২৫) শহীদুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মহেশপুর শহরের অডিটোরিয়াম মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান রনি। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরফদার মাহমুদ তৌফিক বিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খাঁন চুন্নু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুরুজ্জামান সুরুজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাজী ফয়সালসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে এ বছর এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৭ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য ৫ জন গুণীব্যক্তিদের সম্মাননা জানানো হয়।
সভায় বক্তারা বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করাই নয়, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করতে হবে। তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে অংশ নেওয়া কৃতি শিক্ষার্থী আফিয়া তাহসিন অনুভূতি প্রকাশ করে বলেন, এই সম্মাননা আমাদের পড়াশোনায় আরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে দেশের জন্য কাজ করতে চাই। সংবর্ধনা অনুষ্ঠানটি মহেশপুরে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে। স্থানীয় মানুষ ও অভিভাবকরাও শিক্ষার্থীদের এই সাফল্যে গর্বিত বোধ করেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
ঝিনাইদহের মহেশপুরে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার, (১৩ সেপ্টেম্বর ২০২৫) শহীদুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মহেশপুর শহরের অডিটোরিয়াম মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদুল ইসলাম স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান রনি। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরফদার মাহমুদ তৌফিক বিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খাঁন চুন্নু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খাঁন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুরুজ্জামান সুরুজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাজী ফয়সালসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে এ বছর এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৭ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষা, সমাজসেবা ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য ৫ জন গুণীব্যক্তিদের সম্মাননা জানানো হয়।
সভায় বক্তারা বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করাই নয়, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করতে হবে। তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে অংশ নেওয়া কৃতি শিক্ষার্থী আফিয়া তাহসিন অনুভূতি প্রকাশ করে বলেন, এই সম্মাননা আমাদের পড়াশোনায় আরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে দেশের জন্য কাজ করতে চাই। সংবর্ধনা অনুষ্ঠানটি মহেশপুরে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে। স্থানীয় মানুষ ও অভিভাবকরাও শিক্ষার্থীদের এই সাফল্যে গর্বিত বোধ করেন।