ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রংপুরের বদরগঞ্জে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় বদরগঞ্জ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলায় বাদী হয়েছেন নিহত আসমার ভাই তালেব হোসেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বদরগঞ্জ থানায় ওই মামলা দায়ের করা হয়। এদিকে শনিবার, (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলার কালুপাড়া ইউনিয়নের জাম্বুরমোড় এলাকার একটি জঙ্গল থেকে ওই নারীর মাথা উদ্ধার করেছে পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার তার মাথাবিহীন গলিত মরদেহ উপজেলার দামোদরপুর ইউনিয়নের যমুনেশ^রী নদীর জলুবর চরের কাশবন থেকে উদ্ধার করা হয়। মামলায় আরো বলা হয়েছে, অজ্ঞাত ব্যক্তিরা তাকে পরিকল্পিতভাবে হত্যার পর পরিচয়বিহীন করতে মাথা বিচ্ছিন্ন করেছে। এ বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া ওই নারীর বিচ্ছিন্ন মাথা কালুপাড়া ইউনিয়নের জাম্বুরমোড় এলাকার একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন আসামীকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে ওসি মন্তব্য করেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
রংপুরের বদরগঞ্জে মাথাবিহীন নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় বদরগঞ্জ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মামলায় বাদী হয়েছেন নিহত আসমার ভাই তালেব হোসেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বদরগঞ্জ থানায় ওই মামলা দায়ের করা হয়। এদিকে শনিবার, (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলার কালুপাড়া ইউনিয়নের জাম্বুরমোড় এলাকার একটি জঙ্গল থেকে ওই নারীর মাথা উদ্ধার করেছে পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার তার মাথাবিহীন গলিত মরদেহ উপজেলার দামোদরপুর ইউনিয়নের যমুনেশ^রী নদীর জলুবর চরের কাশবন থেকে উদ্ধার করা হয়। মামলায় আরো বলা হয়েছে, অজ্ঞাত ব্যক্তিরা তাকে পরিকল্পিতভাবে হত্যার পর পরিচয়বিহীন করতে মাথা বিচ্ছিন্ন করেছে। এ বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া ওই নারীর বিচ্ছিন্ন মাথা কালুপাড়া ইউনিয়নের জাম্বুরমোড় এলাকার একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন আসামীকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে ওসি মন্তব্য করেন।