সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া খালের ওপর সেতু নির্মাণ করা হয়েছে। তবে দুই পাশে নেই কোনো ধরনের সংযোগ সড়ক। সেজন্য প্রতিদিন বাঁশের সাঁকোয় ভরসা করে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন হাজারো মানুষ, এতে ভোগান্তিতে পড়েছেন তারা। এতে চরম ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। এলাকাবাসীর
অভিযোগ প্রকল্পের মেয়াদ শেষ হলেও সংযোগ সড়ক নির্মাণ হয়নি। এ জন্য ঠিকাদার ও তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদাসীনতা ও অবহেলাকেই দায়ী করছেন তারা। তবে এ বিষয়ে উপজেলা পিআইও মশিয়ার রহমানের সাথে অফিসে কথা বলতে চাইলে তিনি প্রথমে সেতু প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে সংক্ষেপে বলেন, আমার এ বিষয়ে কোনো বক্তব্য নেই, আপনারা ইউএনও’র কাছ থেকে বক্তব্য নিন। এরপর তিনি আর কোনো তথ্য না দিয়েই দ্রুত অফিস ত্যাগ করে বাসায় চলে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্ট ঠিকাদারকে তাগাদা দেয়া হয়েছে। দ্রুত তদন্ত করে সংযোগ সড়ক নির্মাণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া খালের ওপর সেতু নির্মাণ করা হয়েছে। তবে দুই পাশে নেই কোনো ধরনের সংযোগ সড়ক। সেজন্য প্রতিদিন বাঁশের সাঁকোয় ভরসা করে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন হাজারো মানুষ, এতে ভোগান্তিতে পড়েছেন তারা। এতে চরম ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। এলাকাবাসীর
অভিযোগ প্রকল্পের মেয়াদ শেষ হলেও সংযোগ সড়ক নির্মাণ হয়নি। এ জন্য ঠিকাদার ও তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের উদাসীনতা ও অবহেলাকেই দায়ী করছেন তারা। তবে এ বিষয়ে উপজেলা পিআইও মশিয়ার রহমানের সাথে অফিসে কথা বলতে চাইলে তিনি প্রথমে সেতু প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি। পরে সংক্ষেপে বলেন, আমার এ বিষয়ে কোনো বক্তব্য নেই, আপনারা ইউএনও’র কাছ থেকে বক্তব্য নিন। এরপর তিনি আর কোনো তথ্য না দিয়েই দ্রুত অফিস ত্যাগ করে বাসায় চলে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্ট ঠিকাদারকে তাগাদা দেয়া হয়েছে। দ্রুত তদন্ত করে সংযোগ সড়ক নির্মাণ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।