ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূত করণসহ ৪ দফা দাবিতে সিরাজগঞ্জের ভূইয়াগাতী জোনাল অফিস ও সলঙ্গা সাব জোনাল অফিস সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা - কর্মচারীগণ অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি চালিয়ে যাচ্ছেন। এতে গ্রাহকগণ নানা প্রকার ভোগান্তির শিকার হচ্ছেন, যে কোন সময় দেখা দিতে পারে বিদ্যুৎ বিপর্যয়। ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্ম বিরতিতে থমকে গেছে সেবাদান কার্যক্রম। দাবিগুলো হলো, (১)আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূত করণ বা অন্য বিতরণ সংস্থার মত কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি করা (২) সব চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি স্থায়ী করা (৩) মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুতদের পুনর্বহাল করা, বললি/ বরখাস্তের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন বাস্তবায়ন (৪) ১৭ আগস্ট ২০২৫ থেকে এ পর্যন্ত চাকরিচ্যুত/ বরখাস্তকৃতদের পুর্বের কর্মস্থলে পুনর্বহাল, লাইনক্রুদের নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতির সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।
ভূয়াগাতী জোনাল অফিসে জরুরি সেবা নিতে আসা পৌরসভা এলাকার আব্দুল অহেদ বলেন, আমি বিদ্যুৎ অফিসে এসে দেখি কোন লোকজন নাই। ঘন্টাখানেক দাঁড়িয়ে থেকে কাউকে না পেয়ে ফিরে যাচ্ছি। আমার মত অনেকেই কাজে এসে ফিরে যাচ্ছেন। আমরা এই ভোগান্তি থেকে রেহাই চাই।
গত কয়েক দিনে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভূঁইয়াগাতী ও সলঙ্গা অফিসে সরেজমিনে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ভূঁইয়াগাতী জোনাল অফিস ও সলঙ্গা সাব জোনাল অফিস সূত্রে জানা যায় যে, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীগণ ছুটির আবেদন দিয়ে চলে গেছেন। কিছু থাকলেও আন্দোলনের কারণে কর্ম বিরতি করছেন। তবে প্রতিবেদকের সঙ্গে কথা বলতে কেউই রাজি হন নাই।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূত করণসহ ৪ দফা দাবিতে সিরাজগঞ্জের ভূইয়াগাতী জোনাল অফিস ও সলঙ্গা সাব জোনাল অফিস সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা - কর্মচারীগণ অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি চালিয়ে যাচ্ছেন। এতে গ্রাহকগণ নানা প্রকার ভোগান্তির শিকার হচ্ছেন, যে কোন সময় দেখা দিতে পারে বিদ্যুৎ বিপর্যয়। ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্ম বিরতিতে থমকে গেছে সেবাদান কার্যক্রম। দাবিগুলো হলো, (১)আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূত করণ বা অন্য বিতরণ সংস্থার মত কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি করা (২) সব চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি স্থায়ী করা (৩) মামলা প্রত্যাহার ও চাকরিচ্যুতদের পুনর্বহাল করা, বললি/ বরখাস্তের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন বাস্তবায়ন (৪) ১৭ আগস্ট ২০২৫ থেকে এ পর্যন্ত চাকরিচ্যুত/ বরখাস্তকৃতদের পুর্বের কর্মস্থলে পুনর্বহাল, লাইনক্রুদের নির্দিষ্ট কর্মঘণ্টা নির্ধারণ ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতির সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।
ভূয়াগাতী জোনাল অফিসে জরুরি সেবা নিতে আসা পৌরসভা এলাকার আব্দুল অহেদ বলেন, আমি বিদ্যুৎ অফিসে এসে দেখি কোন লোকজন নাই। ঘন্টাখানেক দাঁড়িয়ে থেকে কাউকে না পেয়ে ফিরে যাচ্ছি। আমার মত অনেকেই কাজে এসে ফিরে যাচ্ছেন। আমরা এই ভোগান্তি থেকে রেহাই চাই।
গত কয়েক দিনে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভূঁইয়াগাতী ও সলঙ্গা অফিসে সরেজমিনে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ভূঁইয়াগাতী জোনাল অফিস ও সলঙ্গা সাব জোনাল অফিস সূত্রে জানা যায় যে, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীগণ ছুটির আবেদন দিয়ে চলে গেছেন। কিছু থাকলেও আন্দোলনের কারণে কর্ম বিরতি করছেন। তবে প্রতিবেদকের সঙ্গে কথা বলতে কেউই রাজি হন নাই।