ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
উৎসবের দেশ বাংলাদেশ। বাঙালি উৎসব অন্ত প্রাণ। বারোমাসে তের পার্বণের দেশে একটা না একটা উৎসব লেগেই আছে। বর্ষ পরিক্রমায় আবার ফিরে এসেছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
এর মধ্যেই উৎসবের ক্ষণ গনণার দিন এগিয়ে আসছে। চলছে প্রতিমা ও ম-প নির্মাণের কাজ। পুজার একটি অন্যতম অনুষঙ্গ হলো সাজসজ্জা। প্রতিমার অঙ্গীয় ভূষন, ম-প সাজানোর পসরা নিয়ে মোহনগঞ্জে জমে উঠেছে সাজের বাজার।
দোকানে দোকানে প্রদর্শিত হচ্ছে প্রতীমার জন্য রঙ বেরঙের ফুলের মালা, কাপড়, ত্রিশুল, গদা, ময়ুরপুচ্ছ, মুকুট সহ বিভিন্ন সাজ সামগ্রী। সাজের দোকানী দীপক পাল বলেন, ইতিমধ্যে বেচাকেনা শুরু হয়েছে।
পুজারীবৃন্দ পছন্দের সাজ কিনতে দোকানে ভিড় করছেন। দামদর করছেন। ২৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে পুজা। সামনের কয়েকদিনে সাজের বেচাকেনা ভালো হবে বলে ব্যবসায়ীরা আশা করছেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
উৎসবের দেশ বাংলাদেশ। বাঙালি উৎসব অন্ত প্রাণ। বারোমাসে তের পার্বণের দেশে একটা না একটা উৎসব লেগেই আছে। বর্ষ পরিক্রমায় আবার ফিরে এসেছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
এর মধ্যেই উৎসবের ক্ষণ গনণার দিন এগিয়ে আসছে। চলছে প্রতিমা ও ম-প নির্মাণের কাজ। পুজার একটি অন্যতম অনুষঙ্গ হলো সাজসজ্জা। প্রতিমার অঙ্গীয় ভূষন, ম-প সাজানোর পসরা নিয়ে মোহনগঞ্জে জমে উঠেছে সাজের বাজার।
দোকানে দোকানে প্রদর্শিত হচ্ছে প্রতীমার জন্য রঙ বেরঙের ফুলের মালা, কাপড়, ত্রিশুল, গদা, ময়ুরপুচ্ছ, মুকুট সহ বিভিন্ন সাজ সামগ্রী। সাজের দোকানী দীপক পাল বলেন, ইতিমধ্যে বেচাকেনা শুরু হয়েছে।
পুজারীবৃন্দ পছন্দের সাজ কিনতে দোকানে ভিড় করছেন। দামদর করছেন। ২৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে পুজা। সামনের কয়েকদিনে সাজের বেচাকেনা ভালো হবে বলে ব্যবসায়ীরা আশা করছেন।