দেওয়ানগঞ্জ (জামালপুর) : জিল বাংলা সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বদলির দাবিতে আখচাষীর বিক্ষোভ -সংবাদ
‘এক দফা, এক দাবি, এমডি তুই কবে যাবি’ স্লোগানে জিল বাংলা সুগার মিলস্ লিমিটেডের আখ চাষিরা অত্র মিলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলামের বদলি চেয়ে গতকাল শনিবার বিকালে বিক্ষোভ মিছিল নিয়ে এমডি বাংলো ও অতিথি ভবন ঘেরাও করেছে।
বিক্ষোভে অংশগ্রহণ করা প্রধান আখ চাষী আতিকুর রহমান, রঞ্জু আহম্মেদ, ফজলুল হক, গোলাম মোস্তফা, আব্দুল খালেক খানের নেতৃত্বে শতাধিক চাষী বিক্ষোভে যোগদান করেন। বক্তব্যের মাধ্যমে চাষিরা জানান, সার কেলেঙ্কারিতে জড়িত চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত আব্দুর রহিম ও সিডিও সোহেল মাহবুব। তাদের দুর্নীতির বিষয়টি প্রমাণিত। কিন্তু এই দুই দুর্নীতিবাজদের বিচার চাওয়ার জন্য এমডির কাছে গেছে এমডি বিচার না করে চাষিদের ফটকা চাষী, বাটপার বলেছে।
চাষিরা আরো জানান, এমডি চাষিদের তুচ্ছতাচ্ছিল্য করে বলে, চাষী আখ চাষ না করলে কিছু যায় আসেনা। এতে চাকরি যাবে না। বেতন ঠিকই পাবো। যারা এমডির সাথে তাল মিলাবে তারা মিলে থাকতে পারবে, যারা তাল মিলাবেনা তাদের বদলি করা অন্য মিলে পাঠানো হবে। এমডি সার কেলেঙ্কারির সাথে জড়িত দুই দুর্নীতিবাজকে বাঁচানোর অপচেষ্টা করছে। কারণ সার কেলেঙ্কারিতে এমডি নিজেও জড়িত বলে দুর্নীতিবাজ কর্মকর্তারা বিভিন্ন জায়গায় মত প্রকাশ করেছে।
সার কেলেঙ্কারির দুর্নীতির বিষয়ে মিলে তদন্তে এসেছেন খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের ডাইরেক্টর (অর্থ) মাজহারুল ইসলাম। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্য বলেন, দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে। সত্য রিপোর্ট অনুযায়ী কর্পোরেশন দ্রুত ব্যবস্থা নিবে।
দেওয়ানগঞ্জ (জামালপুর) : জিল বাংলা সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বদলির দাবিতে আখচাষীর বিক্ষোভ -সংবাদ
রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
‘এক দফা, এক দাবি, এমডি তুই কবে যাবি’ স্লোগানে জিল বাংলা সুগার মিলস্ লিমিটেডের আখ চাষিরা অত্র মিলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলামের বদলি চেয়ে গতকাল শনিবার বিকালে বিক্ষোভ মিছিল নিয়ে এমডি বাংলো ও অতিথি ভবন ঘেরাও করেছে।
বিক্ষোভে অংশগ্রহণ করা প্রধান আখ চাষী আতিকুর রহমান, রঞ্জু আহম্মেদ, ফজলুল হক, গোলাম মোস্তফা, আব্দুল খালেক খানের নেতৃত্বে শতাধিক চাষী বিক্ষোভে যোগদান করেন। বক্তব্যের মাধ্যমে চাষিরা জানান, সার কেলেঙ্কারিতে জড়িত চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত আব্দুর রহিম ও সিডিও সোহেল মাহবুব। তাদের দুর্নীতির বিষয়টি প্রমাণিত। কিন্তু এই দুই দুর্নীতিবাজদের বিচার চাওয়ার জন্য এমডির কাছে গেছে এমডি বিচার না করে চাষিদের ফটকা চাষী, বাটপার বলেছে।
চাষিরা আরো জানান, এমডি চাষিদের তুচ্ছতাচ্ছিল্য করে বলে, চাষী আখ চাষ না করলে কিছু যায় আসেনা। এতে চাকরি যাবে না। বেতন ঠিকই পাবো। যারা এমডির সাথে তাল মিলাবে তারা মিলে থাকতে পারবে, যারা তাল মিলাবেনা তাদের বদলি করা অন্য মিলে পাঠানো হবে। এমডি সার কেলেঙ্কারির সাথে জড়িত দুই দুর্নীতিবাজকে বাঁচানোর অপচেষ্টা করছে। কারণ সার কেলেঙ্কারিতে এমডি নিজেও জড়িত বলে দুর্নীতিবাজ কর্মকর্তারা বিভিন্ন জায়গায় মত প্রকাশ করেছে।
সার কেলেঙ্কারির দুর্নীতির বিষয়ে মিলে তদন্তে এসেছেন খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের ডাইরেক্টর (অর্থ) মাজহারুল ইসলাম। তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্য বলেন, দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে। সত্য রিপোর্ট অনুযায়ী কর্পোরেশন দ্রুত ব্যবস্থা নিবে।