ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বরিশালের মুলাদি উপজেলার দড়িচর লক্ষীপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বাবুল বেপারী নামক এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার হাত-পা বিচ্ছিন্ন করা হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের ভাতিজা আলীম বেপারী ও একই বাড়ির ফেরদৌস বেপারীর স্ত্রী রেশমা বেগম। তাদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুলাদি থানার ওসি সফিকুল ইসলাম জানান, চরের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয় করিম মল্লিকের সঙ্গে বাবুল বেপারীর বিরোধ চলছিল। নিহত বাবুল বেপারীর সমর্থক আলিম বেপারীকে একা পেয়ে করিম মল্লিক ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
আলীম বেপারীকে উদ্ধার করার জন্য বাবুল বেপারী, রেশমা বেপারী, এগিয়ে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় বাবুল বেপারী মারা যান।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
বরিশালের মুলাদি উপজেলার দড়িচর লক্ষীপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বাবুল বেপারী নামক এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার হাত-পা বিচ্ছিন্ন করা হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের ভাতিজা আলীম বেপারী ও একই বাড়ির ফেরদৌস বেপারীর স্ত্রী রেশমা বেগম। তাদের বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুলাদি থানার ওসি সফিকুল ইসলাম জানান, চরের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয় করিম মল্লিকের সঙ্গে বাবুল বেপারীর বিরোধ চলছিল। নিহত বাবুল বেপারীর সমর্থক আলিম বেপারীকে একা পেয়ে করিম মল্লিক ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
আলীম বেপারীকে উদ্ধার করার জন্য বাবুল বেপারী, রেশমা বেপারী, এগিয়ে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় বাবুল বেপারী মারা যান।