ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২৭৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত ৩৭ হাজার ২০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৯৭ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। আর ঢাকা বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮৪ জন, খুলনা বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগে ৪৫ জন ভর্তি হয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানিয়েছেন, দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৭২২ জন।
এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭২০ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ২ জন।
আক্রান্ত ছাড়াও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে। এরমধ্যে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে।
এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুন মাসে ১৯ জন, আগস্টে ৩৯ জনের মৃত্যু হয়েছে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছেন ২৫ জন।
মার্চ মাসে ডেঙ্গুতে কোনো প্রাণহানি হয়নি।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জুলাই মাসে সবচেয়ে বেশি ১০ হাজার ৬৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, আগস্টের ১০ হাজার ৪৯৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার পর্যন্ত হাসপাতালে গেছেন ৫ হাজার ৭৩০ জন রোগী।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২৭৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত ৩৭ হাজার ২০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৯৭ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার। আর ঢাকা বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮৪ জন, খুলনা বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগে ৪৫ জন ভর্তি হয়েছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানিয়েছেন, দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৭২২ জন।
এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭২০ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ২ জন।
আক্রান্ত ছাড়াও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে। এরমধ্যে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে।
এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুন মাসে ১৯ জন, আগস্টে ৩৯ জনের মৃত্যু হয়েছে। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছেন ২৫ জন।
মার্চ মাসে ডেঙ্গুতে কোনো প্রাণহানি হয়নি।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জুলাই মাসে সবচেয়ে বেশি ১০ হাজার ৬৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, আগস্টের ১০ হাজার ৪৯৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার পর্যন্ত হাসপাতালে গেছেন ৫ হাজার ৭৩০ জন রোগী।