ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বাগেরহাটের পূর্ব সুন্দরবনে ঘুরতে এসে সমুদ্রে গোসলে নেমে মাহিত আব্দুল্লাহ (১৬) নামের একজন কিশোর নিখোঁজ হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে সুন্দরবনের কচিখালী ডিমেরচর এলাকায়। নিখোঁজ পর্যটক মাহিত আব্দুল্লাহ রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার বাসিন্দা। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত বনরক্ষীরা নিখোঁজ পর্যটককে উদ্ধারে সমুদ্রে তল্লাশি চালাচ্ছেন বলে জানা গেছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে এমভি দি এক্সপ্লোরার নামের একটি জাহাজ শনিবার সকালে কচিখালীতে নোঙ্গর করে। পর্যটকেরা নৌকায় করে ডিমেরচর সমুদ্র সৈকতে ঘুরতে যায়। ঘোরাঘুরির এক পর্যায়ে পর্যটক মাহিত আব্দুল্লাহ তার পিতা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মায়ের সঙ্গে সমুদ্রে গোসল করার সময় তলিয়ে যায়। জাহাজ স্টাফ ও বনরক্ষীরা তাৎক্ষণিক মাহিতকে উদ্ধারে সমুদ্রে নেমে তল্লাশি করে খোঁজ পায়নি। নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য মোংলাস্থ নৌবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে এবং ইতিমধ্যে নৌবাহিনী ডিমেরচরে রওয়ানা হয়েছেন বলে টোয়াসের সেক্রেটারি জানিয়েছেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
বাগেরহাটের পূর্ব সুন্দরবনে ঘুরতে এসে সমুদ্রে গোসলে নেমে মাহিত আব্দুল্লাহ (১৬) নামের একজন কিশোর নিখোঁজ হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে সুন্দরবনের কচিখালী ডিমেরচর এলাকায়। নিখোঁজ পর্যটক মাহিত আব্দুল্লাহ রাজধানী ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেক এলাকার বাসিন্দা। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত বনরক্ষীরা নিখোঁজ পর্যটককে উদ্ধারে সমুদ্রে তল্লাশি চালাচ্ছেন বলে জানা গেছে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে ৭৫ জন পর্যটক নিয়ে এমভি দি এক্সপ্লোরার নামের একটি জাহাজ শনিবার সকালে কচিখালীতে নোঙ্গর করে। পর্যটকেরা নৌকায় করে ডিমেরচর সমুদ্র সৈকতে ঘুরতে যায়। ঘোরাঘুরির এক পর্যায়ে পর্যটক মাহিত আব্দুল্লাহ তার পিতা শেখ সুলতান মাহমুদ আসাদ ও মায়ের সঙ্গে সমুদ্রে গোসল করার সময় তলিয়ে যায়। জাহাজ স্টাফ ও বনরক্ষীরা তাৎক্ষণিক মাহিতকে উদ্ধারে সমুদ্রে নেমে তল্লাশি করে খোঁজ পায়নি। নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য মোংলাস্থ নৌবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে এবং ইতিমধ্যে নৌবাহিনী ডিমেরচরে রওয়ানা হয়েছেন বলে টোয়াসের সেক্রেটারি জানিয়েছেন।