ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
খুলনার ছয়টি আসনে ভোটার সংখ্যা বেড়েছে ৭৮ হাজারের বেশি। নতুনভাবে যুক্ত হয়েছে ৪৭টি ভোটকেন্দ্র, তবে বুথ কমেছে ৬৩৩টি। ১১ সেপ্টেম্বর নির্বাচন কমিশন খুলনার ছয় আসনের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে। এতে দেখা যায়, খুলনায় মোট ভোটার দাঁড়িয়েছে ২০ লাখ ৭৮ হাজার ২৫৩ জন। কেন্দ্রের সংখ্যা বেড়ে হয়েছে ৮৪০টি এবং বুথের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭টি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনার ছয় আসনে ভোটার ছিল ১৯ লাখ ৯৯ হাজার ৮৮১ জন। তখন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল ৭৯৩টি কেন্দ্রে ও ৪ হাজার ৭২০টি বুথে।
আসনভিত্তিক পরিসংখ্যানে খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ): ভোটার ৩ লাখ ৩ হাজার ৫৪২ জন, কেন্দ্র ১১৯টি, বুথ ৬৩৭টি। খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা): ভোটার ৩ লাখ ৩১ হাজার ৯৯৫ জন, কেন্দ্র ১৫৭টি, বুথ ৬৫৪টি। খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী): ভোটার ২ লাখ ৫২ হাজার ২৮৬ জন, কেন্দ্র ১১৫টি, বুথ ৪৯৭টি। খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া): ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৯৯৩ জন, কেন্দ্র ১৪৪টি, বুথ ৭১৯টি। খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা-গিলাতলা ক্যান্টনমেন্ট): ভোটার ৩ লাখ ৯৭ হাজার ৭০৩ জন, কেন্দ্র ১৫০টি, বুথ ৭৮২টি। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা): ভোটার ৪ লাখ ১৮ হাজার ৭৩৪ জন, কেন্দ্র ১৫৫টি, বুথ ৭৯৮টি।
সবচেয়ে বেশি ভোটার রয়েছে খুলনা-৬ আসনে, আর তুলনামূলকভাবে সবচেয়ে কম ভোটার রয়েছে খুলনা-৩ আসনে।
খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ জানান, প্রকাশিত খসড়া তালিকার ওপর আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দাবি-আপত্তি জানানো যাবে। এরপর ১২ অক্টোবর এসব নিষ্পত্তি করা হবে এবং ২০ অক্টোবর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
খুলনার ছয়টি আসনে ভোটার সংখ্যা বেড়েছে ৭৮ হাজারের বেশি। নতুনভাবে যুক্ত হয়েছে ৪৭টি ভোটকেন্দ্র, তবে বুথ কমেছে ৬৩৩টি। ১১ সেপ্টেম্বর নির্বাচন কমিশন খুলনার ছয় আসনের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে। এতে দেখা যায়, খুলনায় মোট ভোটার দাঁড়িয়েছে ২০ লাখ ৭৮ হাজার ২৫৩ জন। কেন্দ্রের সংখ্যা বেড়ে হয়েছে ৮৪০টি এবং বুথের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭টি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনার ছয় আসনে ভোটার ছিল ১৯ লাখ ৯৯ হাজার ৮৮১ জন। তখন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল ৭৯৩টি কেন্দ্রে ও ৪ হাজার ৭২০টি বুথে।
আসনভিত্তিক পরিসংখ্যানে খুলনা-১ (বটিয়াঘাটা-দাকোপ): ভোটার ৩ লাখ ৩ হাজার ৫৪২ জন, কেন্দ্র ১১৯টি, বুথ ৬৩৭টি। খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা): ভোটার ৩ লাখ ৩১ হাজার ৯৯৫ জন, কেন্দ্র ১৫৭টি, বুথ ৬৫৪টি। খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী): ভোটার ২ লাখ ৫২ হাজার ২৮৬ জন, কেন্দ্র ১১৫টি, বুথ ৪৯৭টি। খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া): ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৯৯৩ জন, কেন্দ্র ১৪৪টি, বুথ ৭১৯টি। খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা-গিলাতলা ক্যান্টনমেন্ট): ভোটার ৩ লাখ ৯৭ হাজার ৭০৩ জন, কেন্দ্র ১৫০টি, বুথ ৭৮২টি। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা): ভোটার ৪ লাখ ১৮ হাজার ৭৩৪ জন, কেন্দ্র ১৫৫টি, বুথ ৭৯৮টি।
সবচেয়ে বেশি ভোটার রয়েছে খুলনা-৬ আসনে, আর তুলনামূলকভাবে সবচেয়ে কম ভোটার রয়েছে খুলনা-৩ আসনে।
খুলনার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ জানান, প্রকাশিত খসড়া তালিকার ওপর আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দাবি-আপত্তি জানানো যাবে। এরপর ১২ অক্টোবর এসব নিষ্পত্তি করা হবে এবং ২০ অক্টোবর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা।