ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দীঘিরজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কসবা উপজেলার শিকারপুর গ্রামের রিয়াজুলের স্ত্রী পপি আক্তার (২৩) ও একই উপজেলার মান্দাইরপর গ্রামের অটোরিকশা চালক সাদিক মিয়া (৩৭)। আখাউড়া রেলওয়ে থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শী প্রভাষক সৌমিত্র সাহা ও জহির মিয়া জানান, সিএনজি চালিত অটোরিকশাটি গিরিশনগর যাওয়ার পথে প্রবল বৃষ্টির কারণে ট্রেন দেখতে পাননি চালক। এ সময় সাদিক মিয়া অটোরিকশা নিয়ে রেললাইন অতিক্রম করার চেষ্টা করলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুর অভিমুখী বিজয় এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই চালক সাদিক মিয়া ও যাত্রী পপি আক্তার নিহত হন।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দীঘিরজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কসবা উপজেলার শিকারপুর গ্রামের রিয়াজুলের স্ত্রী পপি আক্তার (২৩) ও একই উপজেলার মান্দাইরপর গ্রামের অটোরিকশা চালক সাদিক মিয়া (৩৭)। আখাউড়া রেলওয়ে থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শী প্রভাষক সৌমিত্র সাহা ও জহির মিয়া জানান, সিএনজি চালিত অটোরিকশাটি গিরিশনগর যাওয়ার পথে প্রবল বৃষ্টির কারণে ট্রেন দেখতে পাননি চালক। এ সময় সাদিক মিয়া অটোরিকশা নিয়ে রেললাইন অতিক্রম করার চেষ্টা করলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুর অভিমুখী বিজয় এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই চালক সাদিক মিয়া ও যাত্রী পপি আক্তার নিহত হন।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।