‘মিস অ্যাণ্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার মেয়ে আলফী আলমগীর আকসা। আগামী নভেম্বরে ফিলিপাইনের ম্যানিলা’তে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ওম্যান অব দ্য ওয়ার্ল্ড’র চুড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আকসা। যখন ঘোষনা আসে ‘মিস অ্যাণ্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’এর। তখন প্রবল উৎসাহ উদ্দীপনা নিয়েই তিনি এই প্রতিযোগিতায় নিজের নাম লেখান। সারা বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় ৭৫০ জনের মধ্যে শীর্ষ ১৫’তে চলে আসেন আকসা। সর্বশেষ গত ১৩ সেপ্টেম্বর গ্র্যাণ্ড ফিনালেতে অপু বিশ্বাস, আব্দুল আজিজ, সৌমেন সাহা ও সাকিব সনেট’র বিচারে চ্যাম্পিয়ন হন আকসা। আকসা জানান, আগামী নভেম্বরে তিনি ফিলিপাইন যাচ্ছেন ‘মিস অ্যাণ্ড মিসেস এলিগ্যান্স’-এর গ্র্যাণ্ড ফিনালেতে অংশ নিতে। আকসা বলেন,‘ বাংলাদেশের অভিনয়ের দুনিয়ায় নিজেকে অনেক দূর নিয়ে যেতে চাই। যেমন আমার ভীষণ ভালোলাগে মডেল-অভিনেত্রী মেহজাবীন আপুকে। তার ব্যক্তিত্ব, তার নীরবে নিভৃতে কাজ করে যাওয়া আমাকে ভীষণ মুগ্ধ করে। আমি ঠিক তার মতোই একজন হতে চাই। আর যেহেতু আমি আইন বিষয়ে পড়াশুনা করছি, তাই ইচ্ছে আছে সমাজের বিধবা নারী ও অনাথ বাচ্চাদের জন্য কিছু করার। যেন তারা তাদের প্রাপ্য পাওনা থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সাকিব সনেট ভাইয়া, অপু বিশ্বাস দিদি’সহ এর নেপথ্যে আরো যারা ছিলেন তাদের সবাইকে। সবার কাছে দোয়া চাই যেন বাংলাদেশের হয়ে ম্যানিলাতে ওম্যান অব দ্য ওয়ার্ল্ড-এ স্থান করে নিতে পারি।’
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
‘মিস অ্যাণ্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার মেয়ে আলফী আলমগীর আকসা। আগামী নভেম্বরে ফিলিপাইনের ম্যানিলা’তে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ওম্যান অব দ্য ওয়ার্ল্ড’র চুড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আকসা। যখন ঘোষনা আসে ‘মিস অ্যাণ্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’এর। তখন প্রবল উৎসাহ উদ্দীপনা নিয়েই তিনি এই প্রতিযোগিতায় নিজের নাম লেখান। সারা বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় ৭৫০ জনের মধ্যে শীর্ষ ১৫’তে চলে আসেন আকসা। সর্বশেষ গত ১৩ সেপ্টেম্বর গ্র্যাণ্ড ফিনালেতে অপু বিশ্বাস, আব্দুল আজিজ, সৌমেন সাহা ও সাকিব সনেট’র বিচারে চ্যাম্পিয়ন হন আকসা। আকসা জানান, আগামী নভেম্বরে তিনি ফিলিপাইন যাচ্ছেন ‘মিস অ্যাণ্ড মিসেস এলিগ্যান্স’-এর গ্র্যাণ্ড ফিনালেতে অংশ নিতে। আকসা বলেন,‘ বাংলাদেশের অভিনয়ের দুনিয়ায় নিজেকে অনেক দূর নিয়ে যেতে চাই। যেমন আমার ভীষণ ভালোলাগে মডেল-অভিনেত্রী মেহজাবীন আপুকে। তার ব্যক্তিত্ব, তার নীরবে নিভৃতে কাজ করে যাওয়া আমাকে ভীষণ মুগ্ধ করে। আমি ঠিক তার মতোই একজন হতে চাই। আর যেহেতু আমি আইন বিষয়ে পড়াশুনা করছি, তাই ইচ্ছে আছে সমাজের বিধবা নারী ও অনাথ বাচ্চাদের জন্য কিছু করার। যেন তারা তাদের প্রাপ্য পাওনা থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সাকিব সনেট ভাইয়া, অপু বিশ্বাস দিদি’সহ এর নেপথ্যে আরো যারা ছিলেন তাদের সবাইকে। সবার কাছে দোয়া চাই যেন বাংলাদেশের হয়ে ম্যানিলাতে ওম্যান অব দ্য ওয়ার্ল্ড-এ স্থান করে নিতে পারি।’