ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখালে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত টমটমের সংঘর্ষে আলকাছ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ছেলে রুমান মিয়া (১৭)। গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলকাছ মিয়া চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে। দুপুরে হবিগঞ্জ জেলা সদরে পাসপোর্ট করতে এসেছিলেন। পরে সিএনজি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। পথে উল্লেখিতস্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি বিপরীতমুখী একটি টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাযাত্রী বাবা-ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বাবা আলকাছকে মৃত ঘোষণা করেন। আহত রুমান চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধুমড়ে মুচরে যাওয়া যানবাহনসহ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি বেপরোয়া গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর আহত আলকাছকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। ঘটনার পর উভয় যানবাহনের চালক পালিয়ে যায়। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখালে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত টমটমের সংঘর্ষে আলকাছ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ছেলে রুমান মিয়া (১৭)। গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলকাছ মিয়া চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে। দুপুরে হবিগঞ্জ জেলা সদরে পাসপোর্ট করতে এসেছিলেন। পরে সিএনজি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। পথে উল্লেখিতস্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি বিপরীতমুখী একটি টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাযাত্রী বাবা-ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বাবা আলকাছকে মৃত ঘোষণা করেন। আহত রুমান চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধুমড়ে মুচরে যাওয়া যানবাহনসহ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি বেপরোয়া গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর আহত আলকাছকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। ঘটনার পর উভয় যানবাহনের চালক পালিয়ে যায়। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।