ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ভালুকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাজমিত্রি তোফাজ্জল হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামী ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ও যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে ১৫ সেপ্টেম্বর গতকাল সোমবার বিকালে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে আত্মগোপনে থাকা ওই দুই শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ভালুকা মডেল থানার ওসি হুমায়ূন কবির জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান তারা দু’জন তোফাজ্জল হত্যা মামলার এজাহারভুক্ত আসামী।
উল্লেখ্য তোফাজ্জল হোসেন হত্যাকান্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ হতে কোন মামলা না করায় পরে যুবদল নেতা শরিফ মিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত তোফাজ্জল হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে। তিনি ভালুকার পাশ্ববর্তী শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
ভালুকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাজমিত্রি তোফাজ্জল হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামী ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ও যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে ১৫ সেপ্টেম্বর গতকাল সোমবার বিকালে গ্রেপ্তার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে আত্মগোপনে থাকা ওই দুই শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ভালুকা মডেল থানার ওসি হুমায়ূন কবির জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান তারা দু’জন তোফাজ্জল হত্যা মামলার এজাহারভুক্ত আসামী।
উল্লেখ্য তোফাজ্জল হোসেন হত্যাকান্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ হতে কোন মামলা না করায় পরে যুবদল নেতা শরিফ মিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত তোফাজ্জল হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশীদের ছেলে। তিনি ভালুকার পাশ্ববর্তী শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।