মানিকগঞ্জ শিবালয়ের স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় ৫ যুবকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে তেওতা এলাকাবাসী।
মেয়েকে উত্তপ্ত করার বিষয়ে ভুক্তভোগী ছাত্রীর পিতা শিবালয় থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। যার প্রেক্ষিতে অভিযুক্তদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। শিবালয় থানার উপ-পুলিশ পরিদর্শক সুমন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। শিবালয় উপজেলার সাতুরিয়া গ্রামের পান্নু শেখের ছেলে ইমরান শেখ (২৩), একই গ্রামের আলী চান খাঁর ছেলে আশিক খাঁ (২৪), চর ধু্লয়িার বিষা খাঁর ছেলে শিপন খাঁ (২৪), পশ্চিম পয়লার তোতা শেখের ছেলে ইয়াছিন শেখ (২২) ও ভাঙ্গা বাড়ীর আজাহার আলীর ছেলে ফরিদ শেখদের (২৩) এই মামলায় আটক হয়েছে।
অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী ষাইট ঘর তেওতা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। রবিবার বিকেলে কোচিং শেষে ভুক্তভোগী ও তার সহপাঠী বাড়ীতে ফেরার পথে তেওতার আবুলের বটতলা সংলগ্ন প্রি-ক্যাডেট স্কুলের সামনে ৫ বখাটে যুবক জোরপূর্বক তাদের পথরোধ করে। তারা ছাত্রীর শরীরের ওড়না ও হাত ধরে টানাটানি করে মাটিতে ফেলে যৌন হয়রানির চেষ্টা করে এবং বিভিন্ন কু-প্রস্তাব দেয়। এসময় ছাত্রীর আত্নচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে বখাটে যুবকদের আটক ও শিক্ষার্থীদের উদ্ধার করেন। ঘটনাটিতে উত্তেজিত এলাকাবাসী বখাটেদের উত্তম-মধ্যম শেষে থানা পুলিশে সোপর্দ করেছেন।
এই বিষয়ে শিবালয় থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেছেন, শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার ঘটনায় একটি মামলা হয়েছে। আইনী পক্রিয়া শেষে আজ সোমবার আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
দুর্ঘটনায় নিহত ১ আহত ১
অপরদিকে গতকাল সোমবার দুপুর ১টার দিকে শিবালয়ের গানধাইল হতে পাটুরিয়া ঘাটে যাওয়ার পথে ঢাকামুখী সেলফি পরিবহনের একটি গাড়ির চাপায় নিহত হয়েছে রিয়াদ (১৮) নামের এক ছাত্র। রিয়াদের মৃত্যুতে তেওতা এলাকায় শোকের মাতম চলছে। জানা গেছে, রিয়াদ তার বন্ধুকে নিয়ে পাটুরিয়া ঘাট দেখার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। দুপুরের দিকে পাটুরিয়া ঘাটের কাছে সড়ক দুর্ঘটনা সে নিহত হয়। তার বন্ধু মারাত্মক আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজন। এলাকাবাসী বলেছেন, মোটর সাইকেল আরোহীরা রাস্তার এক পাশ দিয়েই চলছিলেন। কিন্তু হঠাৎ বেপরোয়া গতির একটি সেলফি গাড়ী এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়।
বরংগাইল হাইওয়ে থানা পুলিশের ওসি জানিয়েছে, শিবালয়ের তেওতার গানধাইল এলাকার রেজাউল করিমের পুত্র রিয়াদ (১৮) পাটুরিয়া ঘাটের কাছে আরসিএল মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এই ব্যাপারে থানায় নিয়মিত মামলা হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় সেলফি পরিবহনের কাউকে গ্রেপ্তার করা যায়নি এবং গাড়ীও সনাক্ত করা যায়নি।
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
মানিকগঞ্জ শিবালয়ের স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় ৫ যুবকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে তেওতা এলাকাবাসী।
মেয়েকে উত্তপ্ত করার বিষয়ে ভুক্তভোগী ছাত্রীর পিতা শিবালয় থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। যার প্রেক্ষিতে অভিযুক্তদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। শিবালয় থানার উপ-পুলিশ পরিদর্শক সুমন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। শিবালয় উপজেলার সাতুরিয়া গ্রামের পান্নু শেখের ছেলে ইমরান শেখ (২৩), একই গ্রামের আলী চান খাঁর ছেলে আশিক খাঁ (২৪), চর ধু্লয়িার বিষা খাঁর ছেলে শিপন খাঁ (২৪), পশ্চিম পয়লার তোতা শেখের ছেলে ইয়াছিন শেখ (২২) ও ভাঙ্গা বাড়ীর আজাহার আলীর ছেলে ফরিদ শেখদের (২৩) এই মামলায় আটক হয়েছে।
অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী ষাইট ঘর তেওতা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। রবিবার বিকেলে কোচিং শেষে ভুক্তভোগী ও তার সহপাঠী বাড়ীতে ফেরার পথে তেওতার আবুলের বটতলা সংলগ্ন প্রি-ক্যাডেট স্কুলের সামনে ৫ বখাটে যুবক জোরপূর্বক তাদের পথরোধ করে। তারা ছাত্রীর শরীরের ওড়না ও হাত ধরে টানাটানি করে মাটিতে ফেলে যৌন হয়রানির চেষ্টা করে এবং বিভিন্ন কু-প্রস্তাব দেয়। এসময় ছাত্রীর আত্নচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে বখাটে যুবকদের আটক ও শিক্ষার্থীদের উদ্ধার করেন। ঘটনাটিতে উত্তেজিত এলাকাবাসী বখাটেদের উত্তম-মধ্যম শেষে থানা পুলিশে সোপর্দ করেছেন।
এই বিষয়ে শিবালয় থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেছেন, শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার ঘটনায় একটি মামলা হয়েছে। আইনী পক্রিয়া শেষে আজ সোমবার আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
দুর্ঘটনায় নিহত ১ আহত ১
অপরদিকে গতকাল সোমবার দুপুর ১টার দিকে শিবালয়ের গানধাইল হতে পাটুরিয়া ঘাটে যাওয়ার পথে ঢাকামুখী সেলফি পরিবহনের একটি গাড়ির চাপায় নিহত হয়েছে রিয়াদ (১৮) নামের এক ছাত্র। রিয়াদের মৃত্যুতে তেওতা এলাকায় শোকের মাতম চলছে। জানা গেছে, রিয়াদ তার বন্ধুকে নিয়ে পাটুরিয়া ঘাট দেখার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। দুপুরের দিকে পাটুরিয়া ঘাটের কাছে সড়ক দুর্ঘটনা সে নিহত হয়। তার বন্ধু মারাত্মক আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজন। এলাকাবাসী বলেছেন, মোটর সাইকেল আরোহীরা রাস্তার এক পাশ দিয়েই চলছিলেন। কিন্তু হঠাৎ বেপরোয়া গতির একটি সেলফি গাড়ী এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়।
বরংগাইল হাইওয়ে থানা পুলিশের ওসি জানিয়েছে, শিবালয়ের তেওতার গানধাইল এলাকার রেজাউল করিমের পুত্র রিয়াদ (১৮) পাটুরিয়া ঘাটের কাছে আরসিএল মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এই ব্যাপারে থানায় নিয়মিত মামলা হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় সেলফি পরিবহনের কাউকে গ্রেপ্তার করা যায়নি এবং গাড়ীও সনাক্ত করা যায়নি।