চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা দখলে নিয়ে নির্মাণ করা হচ্ছে বাণিজ্যিক ভবন। উপজেলার পেলাগাজি দিঘী- বারৈয়ারঢালা সড়কের পাইন্দং ফরেস্টার দোকান এলাকায় একটি মাদ্রাসার নামে বহুতল ভবনটি নির্মাণ করছেন আবুল কালাম আজাদ নামের স্থানীয় এক স্পেন প্রবাসী। গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের ফরেস্টার দোকান সংলগ্ন রাস্তার দক্ষিন পাশের সড়কের সাথে লাগোয়া কিছু জায়গার চারপাশে টিনের ঘেরা দিয়ে ভেতরে নির্মাণ কাজ করছেন শ্রমিকরা। সড়কটির উত্তর দক্ষিণে ৫০ ফুটের বেশী জায়গা দখলে নিয়ে ভীম তৈরী করা হচ্ছে।
অন্যদিকে,ভবনটি নির্মাণে পানি নিষ্কাশনের একমাত্র বক্স কালভার্টটি দেয়াল সৃষ্টির মাধ্যমে সংকোচিত করে হয়েছে। এতে এলাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে এ-কে আজাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আবুল হাশেম বলেন, ১০ বছর পূর্বে জায়গাটি মাদ্রাসার সভাপতি আবুল কালাম আজাদের নামে ক্রয় করা হয়েছে।
সড়কের জায়গা বাদ দিয়ে ক্রয়কৃত জায়গার উপর আমরা মার্কেট নির্মাণ করছি মাদ্রাসার আয় বাড়ানোর জন্য।
সড়ক ও জনপথ বিভাগ ফটিকছড়ির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী অনুপম শর্মা বলেন, বিষয়টি জানার পর তাদের নোটিশ দিয়ে নির্মাণ কাজ বন্ধ করতে বলা হয়েছে। জায়গাটি সরেজমিন পরিদর্শন করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিষয়টি খতিয়ে দেখতে প্রকৌশলীকে বলা হয়েছে। ভবনটি সওজের যায়গায় হয়ে থাকলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা দখলে নিয়ে নির্মাণ করা হচ্ছে বাণিজ্যিক ভবন। উপজেলার পেলাগাজি দিঘী- বারৈয়ারঢালা সড়কের পাইন্দং ফরেস্টার দোকান এলাকায় একটি মাদ্রাসার নামে বহুতল ভবনটি নির্মাণ করছেন আবুল কালাম আজাদ নামের স্থানীয় এক স্পেন প্রবাসী। গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের ফরেস্টার দোকান সংলগ্ন রাস্তার দক্ষিন পাশের সড়কের সাথে লাগোয়া কিছু জায়গার চারপাশে টিনের ঘেরা দিয়ে ভেতরে নির্মাণ কাজ করছেন শ্রমিকরা। সড়কটির উত্তর দক্ষিণে ৫০ ফুটের বেশী জায়গা দখলে নিয়ে ভীম তৈরী করা হচ্ছে।
অন্যদিকে,ভবনটি নির্মাণে পানি নিষ্কাশনের একমাত্র বক্স কালভার্টটি দেয়াল সৃষ্টির মাধ্যমে সংকোচিত করে হয়েছে। এতে এলাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে এ-কে আজাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আবুল হাশেম বলেন, ১০ বছর পূর্বে জায়গাটি মাদ্রাসার সভাপতি আবুল কালাম আজাদের নামে ক্রয় করা হয়েছে।
সড়কের জায়গা বাদ দিয়ে ক্রয়কৃত জায়গার উপর আমরা মার্কেট নির্মাণ করছি মাদ্রাসার আয় বাড়ানোর জন্য।
সড়ক ও জনপথ বিভাগ ফটিকছড়ির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী অনুপম শর্মা বলেন, বিষয়টি জানার পর তাদের নোটিশ দিয়ে নির্মাণ কাজ বন্ধ করতে বলা হয়েছে। জায়গাটি সরেজমিন পরিদর্শন করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিষয়টি খতিয়ে দেখতে প্রকৌশলীকে বলা হয়েছে। ভবনটি সওজের যায়গায় হয়ে থাকলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।