alt

সংসদীয় আসন পুনর্বিন্যাস

বাগেরহাটের বিষয়ে হাইকোর্টের রুল, ফরিদপুরে নতুন কর্মসূচির হুঁশিয়ারি

আজাদুল হক,বাগেরহাট এবং নাজিম বকাউল, ফরিদপুর : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে বিক্ষোভকারী জনতা থানা ও উপজেলা পরিষদ কার্যালয়ে হামলা করার একদিন পর আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। পরিস্থিতি এখনও কিছুটা থমথমে -সংবাদ

বাগেরহাটের চারটি নির্বাচনী আসন থেকে একটি কমিয়ে তিনটি করা সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট সংশ্লিষ্ট আইনের লঙ্ঘন দাবি করে কেন তা আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। আগের মতো বাগেরহাটে চারটি সংসদীয় আসন রাখতে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

এ বিষয়ে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ এ রুল দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে বিভিন্ন রাজনৈতিক দল। তারা গড়ে তুলে সর্বদলীয় সম্মিলিত কমিটি এবং হরতাল-অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। চারটি আসন বহাল রাখার দাবিতে কমিশনের শুনানিতেও অংশ নেন।

নির্বাচন কমিশন ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এতে চারটি আসন থেকে একটি কমিয়ে বাগেরহাটকে তিন আসনে ভাগ করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল সোমবার রিটটি করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন সঙ্গে ছিলেন আইনজীবী কাজী সামান্তা এনাম ও রাজিয়া সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিলা মমতাজ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট অনুযায়ী- বাগেরহাট সদর, চিতলমারী ও মোল্লাহাট নিয়ে বাগেরহাট-১; ফকিরহাট, রামপাল ও মোংলা নিয়ে বাগেরহাট-২ এবং কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা নিয়ে বাগেরহাট-৩ গঠিত হয়েছে।

জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, ১৯৭২-২০২৪ সাল পর্যন্ত বাগেরহাটে চারটি সংসদীয় আসন ছিল। নির্বাচন কমিশন ৪ সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে একটি কমিয়ে তিনটি সংসদীয় আসন করে। এটি সংবিধানের ২৭ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনের ৬(২) ধারার পরিপন্থী। এ কারণে রিটটি করা হয়। শুনানি নিয়ে আদালত রুল দিয়েছেন। নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনের সচিবসহ বিবাদীদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাগেরহাটের চারটি নির্বাচনী আসন থেকে একটি কমিয়ে তিনটি করা সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট সংশ্লিষ্ট আইনের লঙ্ঘন দাবি করে কেন তা আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। আগের মতো বাগেরহাটে চারটি সংসদীয় আসন রাখতে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

এ বিষয়ে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল দেন।

জেলা নির্বাচন অফিস ঘেরাও

এদিকে বাগেরহাট জেলার সংসদীয় ৪টি নির্বাচনী আসন থেকে একটি কমিয়ে ৩টি করার প্রতিবাদে এবং ৪টি আসন বহালের দাবিতে পূর্ব ঘোষণা দিয়ে জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল থেকে জেলা সদরের বিভিন্ন এলাকা হতে মিছিল নিয়ে সর্বদলীয় সম্মিলিতি কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন। ঘিরে রাখেন নির্বাচন অফিসের প্রধান গেইট। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এ সময় অফিসে প্রবেশ করতে দেখা যায়নি।

বাগেরহাট জেলার ৪টি আসন বহাল রাখার দাবিতে বাগেরহাট প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির পক্ষে ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন ছাড়াও বাগেরহাটবাসীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আরেকটি রিট করেছেন চিতলমারি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুজিবর রহমান শামীম। তার পক্ষে আইনজীবী মোহাম্মদ আক্তার রসুল পৃথক দুটি রিট পিটিশন দাখিল করেছেন।

এদিকে, আন্দোলনকারী সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা বলছেন, হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসবের কারণে এখানকার ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে হরতালের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে নির্বাচন অফিস ঘেরাও থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলন চলবে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর ও জেলা বিএনপির নেতা এম এ সালাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা ও ব্যবসায়ীদের স্বার্থের বিষয়টি চিন্তা করে আমরা হরতালের কর্মসূচি প্রত্যাহার করেছি। আমরা নির্বাচন অফিস ঘেরাও করেছি। দুপুর পর্যন্ত নির্বাচন অফিস ঘেরাও থাকবে। বুধবার (আজ)ও একইভাবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন অফিস ঘেরাও থাকবে।

সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় চলমান বিক্ষোভ-অবরোধ কর্মসূচি স্থগিত করেছে সর্বদলীয় ঐক্য পরিষদ।

মঙ্গলবার দুপুর থেকে আগামী শনিবার পর্যন্ত তা স্থগিত থাকবে। দাবি পূরণ না হলে আগামী রোববার নতুন করে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে পরিষদের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়।

সর্বদলীয় ঐক্য পরিষদের প্রতিনিধিত্বকারী এবং আলগী ইউনিয়নের বাসিন্দা মো. পলাশ মিয়া বলেন, দুপুর দেড়টায় ভাঙ্গা ঈদগাহ জামে মসজিদ চত্বরে সর্বদলীয় নেতাদের উপস্থিতিতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেছ আলী ইছা।

এ সময় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ঘোষণার ফলে গণপরিবহনের যাত্রী ও চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

ধারাবাহিক কর্মসূচি ঘিরে গতকাল সোমবারের সহিংসতাকে ‘ষড়যন্ত্রমূলক’ দাবি করে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা বলেন, ‘যারা জাতীয় সংসদ নির্বাচন চায় না, তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আওয়ামী লীগের সন্ত্রাসীরা নিক্সনের টাকায় এবং কাজী জাফর উল্যাহর ইন্ধনে এই ধ্বংসাত্মক হামলা চালিয়েছে।’

এ সময় তিনি হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করেন।

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদের অবরোধ কর্মসূচিকে ঘিরে ভাঙ্গায় সরকারি অফিস ও থানায় নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ভাঙ্গা ঈদগাহ চত্বর থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফরিদপুর-৪ আসন থেকে আলগি ও হামিদদী ইউনিয়নকে কেটে নেয়ার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করছিলাম। কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে ফ্যাসিবাদী অপশক্তি মাথাচাড়া দেয়ার পর আমরা আন্দোলন প্রত্যাহার করে নেই। কিন্তু এ সুযোগে তারা গোপালগঞ্জের মতো ভাঙ্গাকেও অস্থিতিশীল করে জাতীয় নির্বাচন বানচালের পাঁয়তারা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত বিচার দাবি করছি।

এ সময় ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা ও ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ছবি

ডেঙ্গু: আক্রান্ত ৩৯ হাজার ছাড়িয়েছে

ছবি

আনোয়ারায় আবারও ৩১ রোহিঙ্গা আটক

ছবি

জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত টেকনাফ

ছবি

তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, উৎসবের আমেজ নদী পাড়ে

ছবি

রাজধানীতে ৩ স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

ছবি

রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স, ৫ কোটি টাকা বাণিজ্যের পাঁয়তারা!

ছবি

সওজের জায়গা দখল করে নির্মাণ হচ্ছে বাণিজ্যিক ভবন

ছবি

সিরাজগঞ্জে রোপা আমন খেত পরিচর্যায় ব্যস্ত কৃষক

ছবি

গৌরনদীতে ২০ পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় দেয়াল নির্মাণ

ছবি

পীরগাছায় গাছ কাটার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

ছবি

শিবালয়ে ছাত্রীকে উত্ত্যক্ত করায় ৫ বখাটে আটক

ছবি

মহেশপুরে বিষ পানে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ছবি

আশুলিয়ায় গুলিবিদ্ধ যুবককের মরদেহ উদ্ধার

ছবি

বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৫ চিকিৎসকে চলছে স্বাস্থ্যসেবা

অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজে দুদকের অভিযান

ছবি

ভালুকায় শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার

ছবি

কালীগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

ছবি

হবিগঞ্জে সিএনজি-টমটম সংঘর্ষে নিহত ১

ছবি

বিস্ফোরণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ছবি

পাঁচবিবিতে ৭৫টি মণ্ডপে চলছে দূর্গা পূজার প্রস্তুতি

ছবি

ডিমলায় প্রভাবশালীদের অবৈধ দখলে নব্যতা হারাচ্ছে নদীগুলো

ছবি

কালুখালীর নূরনেছা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ছবি

৯৩ বছরে দেশের সমবায় সমিতির অনন্য মডেল প্রতিষ্ঠানে পরিনত

ছবি

রংপুরে ‘পদ্মরাগ কমিউটার’ ট্রেনের ছয় বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ছবি

ইমামকে হত্যাচেষ্টা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

ছবি

ডিমলায় অবৈধ পেট্রোল পাম্পকে জরিমানা, বন্ধের নির্দেশ

ছবি

টাঙ্গাইলে শিল্পীর হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবীর মুর্তি

ছবি

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রশিক্ষণ

ছবি

চুয়াডাঙ্গায় ইলিশের দামে সাধারণ ক্রেতা দিশেহারা

ছবি

সাপাহারে তরুণ উদ্যোক্তা সোহেল রানার আমচাষে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ

ছবি

চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জাহাঙ্গীর মাঝি গ্রেপ্তার

ছবি

ফরিদগঞ্জে মাদকসেবী যুবদল নেতা দণ্ডিত

ইয়াবাসহ জামাই-শাশুড়ি আটক

ছবি

ডুমুরিয়ায় শামুক নিধন, হুমকিতে পরিবেশ

ছবি

আ’লীগের ঝটিকা মিছিল, আটক ৩

ছবি

নাসিরনগরে ২০০ বস্তা সরকারি চাল জব্দ

tab

সংসদীয় আসন পুনর্বিন্যাস

বাগেরহাটের বিষয়ে হাইকোর্টের রুল, ফরিদপুরে নতুন কর্মসূচির হুঁশিয়ারি

আজাদুল হক,বাগেরহাট এবং নাজিম বকাউল, ফরিদপুর

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে বিক্ষোভকারী জনতা থানা ও উপজেলা পরিষদ কার্যালয়ে হামলা করার একদিন পর আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। পরিস্থিতি এখনও কিছুটা থমথমে -সংবাদ

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বাগেরহাটের চারটি নির্বাচনী আসন থেকে একটি কমিয়ে তিনটি করা সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট সংশ্লিষ্ট আইনের লঙ্ঘন দাবি করে কেন তা আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। আগের মতো বাগেরহাটে চারটি সংসদীয় আসন রাখতে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

এ বিষয়ে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ এ রুল দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাব দেয়। ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে বিভিন্ন রাজনৈতিক দল। তারা গড়ে তুলে সর্বদলীয় সম্মিলিত কমিটি এবং হরতাল-অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। চারটি আসন বহাল রাখার দাবিতে কমিশনের শুনানিতেও অংশ নেন।

নির্বাচন কমিশন ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এতে চারটি আসন থেকে একটি কমিয়ে বাগেরহাটকে তিন আসনে ভাগ করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল সোমবার রিটটি করা হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন সঙ্গে ছিলেন আইনজীবী কাজী সামান্তা এনাম ও রাজিয়া সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিলা মমতাজ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট অনুযায়ী- বাগেরহাট সদর, চিতলমারী ও মোল্লাহাট নিয়ে বাগেরহাট-১; ফকিরহাট, রামপাল ও মোংলা নিয়ে বাগেরহাট-২ এবং কচুয়া, মোরেলগঞ্জ ও শরণখোলা নিয়ে বাগেরহাট-৩ গঠিত হয়েছে।

জ্যেষ্ঠ আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, ১৯৭২-২০২৪ সাল পর্যন্ত বাগেরহাটে চারটি সংসদীয় আসন ছিল। নির্বাচন কমিশন ৪ সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে একটি কমিয়ে তিনটি সংসদীয় আসন করে। এটি সংবিধানের ২৭ অনুচ্ছেদ এবং জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইনের ৬(২) ধারার পরিপন্থী। এ কারণে রিটটি করা হয়। শুনানি নিয়ে আদালত রুল দিয়েছেন। নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনের সচিবসহ বিবাদীদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাগেরহাটের চারটি নির্বাচনী আসন থেকে একটি কমিয়ে তিনটি করা সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট সংশ্লিষ্ট আইনের লঙ্ঘন দাবি করে কেন তা আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। আগের মতো বাগেরহাটে চারটি সংসদীয় আসন রাখতে কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

এ বিষয়ে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল দেন।

জেলা নির্বাচন অফিস ঘেরাও

এদিকে বাগেরহাট জেলার সংসদীয় ৪টি নির্বাচনী আসন থেকে একটি কমিয়ে ৩টি করার প্রতিবাদে এবং ৪টি আসন বহালের দাবিতে পূর্ব ঘোষণা দিয়ে জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল থেকে জেলা সদরের বিভিন্ন এলাকা হতে মিছিল নিয়ে সর্বদলীয় সম্মিলিতি কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন। ঘিরে রাখেন নির্বাচন অফিসের প্রধান গেইট। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের এ সময় অফিসে প্রবেশ করতে দেখা যায়নি।

বাগেরহাট জেলার ৪টি আসন বহাল রাখার দাবিতে বাগেরহাট প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির পক্ষে ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন ছাড়াও বাগেরহাটবাসীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আরেকটি রিট করেছেন চিতলমারি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুজিবর রহমান শামীম। তার পক্ষে আইনজীবী মোহাম্মদ আক্তার রসুল পৃথক দুটি রিট পিটিশন দাখিল করেছেন।

এদিকে, আন্দোলনকারী সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা বলছেন, হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসবের কারণে এখানকার ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে হরতালের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে নির্বাচন অফিস ঘেরাও থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলন চলবে।

সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর ও জেলা বিএনপির নেতা এম এ সালাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজা ও ব্যবসায়ীদের স্বার্থের বিষয়টি চিন্তা করে আমরা হরতালের কর্মসূচি প্রত্যাহার করেছি। আমরা নির্বাচন অফিস ঘেরাও করেছি। দুপুর পর্যন্ত নির্বাচন অফিস ঘেরাও থাকবে। বুধবার (আজ)ও একইভাবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন অফিস ঘেরাও থাকবে।

সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় চলমান বিক্ষোভ-অবরোধ কর্মসূচি স্থগিত করেছে সর্বদলীয় ঐক্য পরিষদ।

মঙ্গলবার দুপুর থেকে আগামী শনিবার পর্যন্ত তা স্থগিত থাকবে। দাবি পূরণ না হলে আগামী রোববার নতুন করে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে পরিষদের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়।

সর্বদলীয় ঐক্য পরিষদের প্রতিনিধিত্বকারী এবং আলগী ইউনিয়নের বাসিন্দা মো. পলাশ মিয়া বলেন, দুপুর দেড়টায় ভাঙ্গা ঈদগাহ জামে মসজিদ চত্বরে সর্বদলীয় নেতাদের উপস্থিতিতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেছ আলী ইছা।

এ সময় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ঘোষণার ফলে গণপরিবহনের যাত্রী ও চালকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

ধারাবাহিক কর্মসূচি ঘিরে গতকাল সোমবারের সহিংসতাকে ‘ষড়যন্ত্রমূলক’ দাবি করে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা বলেন, ‘যারা জাতীয় সংসদ নির্বাচন চায় না, তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আওয়ামী লীগের সন্ত্রাসীরা নিক্সনের টাকায় এবং কাজী জাফর উল্যাহর ইন্ধনে এই ধ্বংসাত্মক হামলা চালিয়েছে।’

এ সময় তিনি হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করেন।

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদের অবরোধ কর্মসূচিকে ঘিরে ভাঙ্গায় সরকারি অফিস ও থানায় নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ভাঙ্গা ঈদগাহ চত্বর থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফরিদপুর-৪ আসন থেকে আলগি ও হামিদদী ইউনিয়নকে কেটে নেয়ার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করছিলাম। কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে ফ্যাসিবাদী অপশক্তি মাথাচাড়া দেয়ার পর আমরা আন্দোলন প্রত্যাহার করে নেই। কিন্তু এ সুযোগে তারা গোপালগঞ্জের মতো ভাঙ্গাকেও অস্থিতিশীল করে জাতীয় নির্বাচন বানচালের পাঁয়তারা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের উপযুক্ত বিচার দাবি করছি।

এ সময় ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা ও ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সিসহ অন্যরা উপস্থিত ছিলেন।

back to top