চট্টগ্রামের চন্দনাইশে একটি সিলিন্ডার বিক্রির গুদামে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বৈলতলী ইউনুচ মার্কেট এলাকায় মাহবুব রহমান ট্রেডার্সে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন– ওই দোকানের মালিক মাহবুবুর রহমান (৪৫), সৌরভ রহমান (২৫), মো কপিল (২২), মো রিয়াজ (১৭), মো. ইউনুচ (২৬), মো. আকিব (১৭), মো. হারুন (২৯), মো.ইদ্রিস (৩০), মো. লিটন (২৮) ও মো. সালেহ (৩৩) ।
ফায়ার সার্ভিস জানায়, ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার নামানোর সময় আগুন ধরে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই গুদামে আগুন ছড়িয়ে পড়ে। পরে চন্দনাইশ ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণের সময় সিলিন্ডারগুলো ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ে।
দগ্ধদের মধ্যে দোকানের মালিক মাহবুবুর রহমানসহ আরও নয়জনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।
তাদের সকলের শরীরের ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে এবং শ্বাসতন্ত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চমেক বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. এস খালেদ।
তিনি বলেন, দগ্ধদের শারীরিক অবস্থা সংকটজনক, তাদের আইসিইউ সাপোর্ট প্রয়োজন হতে পারে।
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রামের চন্দনাইশে একটি সিলিন্ডার বিক্রির গুদামে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বৈলতলী ইউনুচ মার্কেট এলাকায় মাহবুব রহমান ট্রেডার্সে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন– ওই দোকানের মালিক মাহবুবুর রহমান (৪৫), সৌরভ রহমান (২৫), মো কপিল (২২), মো রিয়াজ (১৭), মো. ইউনুচ (২৬), মো. আকিব (১৭), মো. হারুন (২৯), মো.ইদ্রিস (৩০), মো. লিটন (২৮) ও মো. সালেহ (৩৩) ।
ফায়ার সার্ভিস জানায়, ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার নামানোর সময় আগুন ধরে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই গুদামে আগুন ছড়িয়ে পড়ে। পরে চন্দনাইশ ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণের সময় সিলিন্ডারগুলো ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ে।
দগ্ধদের মধ্যে দোকানের মালিক মাহবুবুর রহমানসহ আরও নয়জনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন।
তাদের সকলের শরীরের ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে এবং শ্বাসতন্ত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চমেক বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. এস খালেদ।
তিনি বলেন, দগ্ধদের শারীরিক অবস্থা সংকটজনক, তাদের আইসিইউ সাপোর্ট প্রয়োজন হতে পারে।