ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজার এলাকার মহাসড়কে মাহেন্দ্র নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নিহত হয়েছেন মো. জাবের হোসেন পাড় (২২) নামের সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে। নিহত জাবের হোসেন জেলার ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যাম-বাগাত গ্রামের শের আলী পাড়ের ছেলে। তরুণ বয়সেই সে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছিল এবং স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন পর্যায়ে দায়িত্ব¡ পালন করেন। নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, জাবের হোসেন পাড় নিজ গ্রামের বাড়ি থেকে মঙ্গলবার সকালে মাহেন্দ্র চালিয়ে পিরোজপুর যাচ্ছিলেন ইলিশ মাছ আনতে। কচুয়া বাঁধাল বাজার পার হওয়ার সময় হঠাৎই তার মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে শত শত মানুষ তাকে শেষবার দেখার জন্য ভীড় করেন। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক মো. সালাউদ্দিন জানান, কচুয়া উপজেলার বাধাল বাজার এলাকায় নিজের মাহিন্দ্র গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা খেয়ে জাবের হোসেন নামের একজন মাহেন্দ্র চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এ ঘটনার পর কচুয়া থানা পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ পরিবারের কাছে সোপর্দ করেছে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজার এলাকার মহাসড়কে মাহেন্দ্র নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নিহত হয়েছেন মো. জাবের হোসেন পাড় (২২) নামের সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে। নিহত জাবের হোসেন জেলার ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যাম-বাগাত গ্রামের শের আলী পাড়ের ছেলে। তরুণ বয়সেই সে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছিল এবং স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন পর্যায়ে দায়িত্ব¡ পালন করেন। নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, জাবের হোসেন পাড় নিজ গ্রামের বাড়ি থেকে মঙ্গলবার সকালে মাহেন্দ্র চালিয়ে পিরোজপুর যাচ্ছিলেন ইলিশ মাছ আনতে। কচুয়া বাঁধাল বাজার পার হওয়ার সময় হঠাৎই তার মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে শত শত মানুষ তাকে শেষবার দেখার জন্য ভীড় করেন। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক মো. সালাউদ্দিন জানান, কচুয়া উপজেলার বাধাল বাজার এলাকায় নিজের মাহিন্দ্র গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা খেয়ে জাবের হোসেন নামের একজন মাহেন্দ্র চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এ ঘটনার পর কচুয়া থানা পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ পরিবারের কাছে সোপর্দ করেছে।