সম্প্রতি বিভাগীয় বন সংরক্ষকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন অভিযুুক্তের স্ত্রী দাবি করা কয়েকজন নারী ও তাদের স্বজনরা -সংবাদ
প্রলোভন দেখিয়ে ১৭ বিয়ের অভিযোগ ওঠা আলোচিত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারিকে মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
বুধবার,(১৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে বরিশাল উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন। সেখানে বলা হয়েছে, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) ভারপ্রাপ্ত হিসেবে পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (উপ-বন সংরক্ষক) মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে দায়িত্ব দেয়া হয়েছে।
আলোচিত ডিএফও কবির হোসেন পাটোয়ারির বিরুদ্ধে ১৭ নারীকে বিয়ে ও প্রতারণার অভিযোগে আদালতে একটি মামলার আবেদন করা হয়েছে। আদালত আবেদনটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
বন বিভাগ সূত্র জানায়, কবির হোসেন পাটোয়ারি ডিএফও হিসেবে ২০২৪ সালের ৩১ অক্টোবর বরিশালে যোগদান করেন। তার আগে তিনি খুলনায় কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার নগরের কাশীপুর এলাকায় বিভাগীয় বন সংরক্ষকের কার্যালয়ের সামনে ওই কর্মকর্তার বিচার দাবি করে মানববন্ধন করেন কয়েকজন নারী ও তাদের স্বজনরা। ওই নারীরা নিজেদের কবির হোসেনের স্ত্রী দাবি করে অভিযোগ করেন, ওই কর্মকর্তা প্রলোভন দেখিয়ে তাদের বিয়ে করেছেন। এরপর বিষয়টি প্রকাশ্যে আসে এবং দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।
সম্প্রতি বিভাগীয় বন সংরক্ষকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন অভিযুুক্তের স্ত্রী দাবি করা কয়েকজন নারী ও তাদের স্বজনরা -সংবাদ
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
প্রলোভন দেখিয়ে ১৭ বিয়ের অভিযোগ ওঠা আলোচিত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারিকে মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
বুধবার,(১৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে বরিশাল উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন। সেখানে বলা হয়েছে, বরিশাল বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) ভারপ্রাপ্ত হিসেবে পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (উপ-বন সংরক্ষক) মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে দায়িত্ব দেয়া হয়েছে।
আলোচিত ডিএফও কবির হোসেন পাটোয়ারির বিরুদ্ধে ১৭ নারীকে বিয়ে ও প্রতারণার অভিযোগে আদালতে একটি মামলার আবেদন করা হয়েছে। আদালত আবেদনটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।
বন বিভাগ সূত্র জানায়, কবির হোসেন পাটোয়ারি ডিএফও হিসেবে ২০২৪ সালের ৩১ অক্টোবর বরিশালে যোগদান করেন। তার আগে তিনি খুলনায় কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার নগরের কাশীপুর এলাকায় বিভাগীয় বন সংরক্ষকের কার্যালয়ের সামনে ওই কর্মকর্তার বিচার দাবি করে মানববন্ধন করেন কয়েকজন নারী ও তাদের স্বজনরা। ওই নারীরা নিজেদের কবির হোসেনের স্ত্রী দাবি করে অভিযোগ করেন, ওই কর্মকর্তা প্রলোভন দেখিয়ে তাদের বিয়ে করেছেন। এরপর বিষয়টি প্রকাশ্যে আসে এবং দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।